24529

05/02/2025 রূপের জাদুতে কাবু করলেন সামান্থা, সামাজিক মাধ্যমে চর্চা

রূপের জাদুতে কাবু করলেন সামান্থা, সামাজিক মাধ্যমে চর্চা

বিনোদন ডেস্ক

২৯ এপ্রিল ২০২৪ ১০:৩১

নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর বিভিন্ন সময় খবরের শিরোনামে উঠে আসেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।

কখনও সুপারহিট ‘পুষ্পা’ ছবির আইটেম গানের জন্য, আবার কখনও শারীরিক অসুস্থতা বা নাগা চৈতন্যের সঙ্গে তার বিবাহবিচ্ছেদ নিয়ে চর্চার কারণে।

এছাড়া বলিউডেও সামান্থার কদর কম নয়! ফ্যামিলি ম্যান সিরিজে তার অভিনয় মুগ্ধ করেছে সবাইকে। সামনেই মুক্তি পাবে তার অভিনীত সিটাডেল-এর হিন্দি সংস্করণ।

এদিকে গতকাল ২৮ এপ্রিল ছিল সামান্থার জন্মদিন। দেশ-বিদেশের অনুরাগী থেকে দুই সিনে ইন্ডাস্ট্রির সহকর্মীরাই তাকে মুড়ে দিয়েছেন শুভেচ্ছায়।

প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর বিপরীতেই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন সামান্থা। সিনেমার নাম ইয়ে মায়া ছেসাভে। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সামান্থাকে। একের পর এক তামিল-তেলুগু ছবিতে অভিনয় করেছেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]