20461

08/06/2025 পোশাক কারখানার নিরাপত্তায় বিজিবি মোতায়েন

পোশাক কারখানার নিরাপত্তায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

৪ নভেম্বর ২০২৩ ১৫:৫১

পোশাক কারখানার নিরাপত্তা জোরদারে গাজীপুরের বিভিন্ন এলাকায় ১৪ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। শনিবার (০৪ নভেম্বর) দুপুরে বিজিবি মোতায়েন করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহিনীর জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

তিনি বলেন, শ্রমিক আন্দোলন পুঁজি করে কোনো ধরনের নাশকতা-সহিংসতার মাধ্যমে পোশাকশিল্পের ক্ষতি করার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তা জোরদারে গাজীপুর, কোনাবাড়ি, সফিপুর, চন্দ্রা, সাভার ও আশুলিয়া এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্যদের।

তিনটি ফোন নম্বর দিয়ে যেকোনো প্রয়োজনে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিজিবি।

গাজীপুর এলাকায়- লে. কর্নেল রফিকুল ইসলাম 01769-600620, আশুলিয়ায় লে. কর্নেল হাসানুর রহমান 01769600543 ও সাভারে লে. কর্নেল ফারুক হোসেন খান 01711171281।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]