17739

05/05/2025 বিসিবি থেকে পুরস্কার পেলেন মুশফিক

বিসিবি থেকে পুরস্কার পেলেন মুশফিক

ক্রীড়া ডেস্ক

২০ জুন ২০২৩ ০১:২৯

বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে ভালো খেললে সবসময়ই পুরস্কার মেলে। সেটা সাকিব আল হাসান থেকে শুরু করে মুশফিকুর রহিম কিংবা মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রেও দেখা যায়।

এবার ভালো খেলার পুরস্কার হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে দশ লাখ টাকা পেয়েছেন অভিজ্ঞ টাইগার ক্রিকেটার মুশফিকুর রহিম।

মূলত ওয়ানডে ক্রিকেটে সাত হাজার রান এবং টেস্টে পাঁচ হাজার রানসহ আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান করায় এই পুরস্কার মিলেছে মুশফিকের।

সর্বশেষ টেস্টেও করেছেন একটি অর্ধ-শতক। অভিষেকের পর থেকে ব্যাট হাতে নিয়মিতই রান করে যাচ্ছেন বাংলাদেশের এই ডিপেন্ডেবল ক্রিকেটার।

টেস্ট ফরম্যাটে ৩৮.২৯ গড়ে পাঁচ হাজার ৫৫৩ রান করেছেন মুশফিক। ২৬ হাফ সেঞ্চুরির পাশাপাশি ১০টি সেঞ্চুরিও রয়েছে তারকা এই ক্রিকেটারের। এদিকে এখনো পর্যন্ত দেশের হয়ে ২৪৮টি ওয়ানডে ম্যাচ খেলেছেন মুশফিক। এই ফরম্যাটে নয়টি সেঞ্চুরির সঙ্গে ৪৪টি হাফ সেঞ্চুরি রছেছে তার। সবমিলিয়ে ৩৭.২৩ গড়ে তিনি করেছেন ৭,১৮৭ রান।

এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে অবসর নিলেও ১০২টি ম্যাচ খেলেছেন মুশফিক। এই ফরম্যাটে ছয়টি হাফ সেঞ্চুরির করেছেন তিনি। ১১৫.০৩ স্ট্রাইক রেট এবং ১৯.৪৮ গড়ে ১৫০০ রান করেছেন মুশফিক। গেল বছর এশিয়া কাপ শেষে এই ফরম্যাটকে বিদায় বলেছিলেন তিনি।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]