16263

05/05/2025 ২৪ লাখ রুপি জরিমানা কোহলিকে

২৪ লাখ রুপি জরিমানা কোহলিকে

ক্রীড়া ডেস্ক

২৫ এপ্রিল ২০২৩ ১৭:২৬

নিয়মিত অধিনায়ক ফ্যাফ ডু প্লেসির চোটের কারণে সর্বশেষ ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আরসিবির নেতৃত্বে ছিলেন বিরাট কোহলি। ম্যাচটাও জিতেছে কোহলির দল। তবে জয়ের দিনেও গুনতে হলো মোটা অঙ্কের টাকা।

স্লো-ওভার রেটের কারণে অধিনায়ক কোহলিকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। এছাড়া বাকিরাও জরিমানার কবলে পড়েছেন। কেটে নেওয়া হয়েছে ম্যাচ ফির ২৫ শতাংশ।

গেল রোববার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারাই কাল হলো কোহলিদের। বিসিসিআইয়ের এক বিজ্ঞপ্তিতে জরিমানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আইপিএলের ন্যূনতম ওভার-রেট সংক্রান্ত কোড অব কন্ডাক্টের আওতায় এটি তার দলের দ্বিতীয় অপরাধ বলে কোহলিকে ২৪ লাখ রুপি, একাদশের প্রতিটি সদস্যের সঙ্গে ইমপ্যাক্ট বদলিকে ৬ লাখ রুপি বা ম্যাচ শতাংশের ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।’

এর আগেও চলতি আইপিএলে জরিমানা গুনতে হয়েছে কোহলিকে। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ১০ শতাংশ জরিমানা করা হয় তাকে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]