15587

08/10/2025 ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ

ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড গড়ল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

২৭ মার্চ ২০২৩ ২০:৪৫

এর থেকে ঝোড়ো শুরু আর কি হতে পারতো। শুরু থেকেই বোলারদের ওপর চড়াও দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। বলে বলে বাউন্ডারির মার।

তাদের আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ারপ্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে বিনা উইকেটে ৮১ রান। পাওয়ারপ্লেতে এটিই বাংলাদেশের সর্বোচ্চ সংগ্রহ।

এর আগের সর্বোচ্চ ছিল ৭৪ রান, ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।

সোমবার (২৭ মার্চ) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। ইনিংসের প্রথম ওভারেই ছক্কা হাঁকিয়ে ঝড় তোলার আভাস দেন লিটন দাস। প্রথম ওভারে ১১ রান তোলার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। লিটনের পর বোলারদের ওপর চড়াও হন আরেক ওপেনার রনি তালুকদার। এ দুজনের ব্যাটে পাওয়ারপ্লেতে রেকর্ড রানই তুললো বাংলাদেশ।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]