15016

08/12/2025 কুড়িগ্রাম পৌরসভায় বিদ্যুৎ বিল বকেয়া ৫ কোটি, সংযোগ বিচ্ছিন্ন

কুড়িগ্রাম পৌরসভায় বিদ্যুৎ বিল বকেয়া ৫ কোটি, সংযোগ বিচ্ছিন্ন

কুড়িগ্রাম থেকে

৬ মার্চ ২০২৩ ০২:৩৫

কুড়িগ্রাম পৌরসভায় ৪ কোটি ৮২ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার (৫ মার্চ) সকালে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কর্তৃপক্ষ পৌরসভার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এ তথ্য নিশ্চিত করছেন নেসকোর নির্বাহী প্রকৌশলী আলিমুল ইসলাম সেলিম।

সকাল থেকে পৌরসভার অফিস বিদ্যুৎবিহীন চলছে বলে জানা গেছে। দুপুর গড়িয়ে গেলেও এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।

নির্বাহী প্রকৌশলী বলেন, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। মেয়র প্রতিশ্রুতি দিয়েছেন আগামী এক সপ্তাহের মধ্যে ১০ লাখ টাকা পরিশোধ করবেন। এছাড়া চলতি মাসের সব বিল পরিশোধ করবেন। আর বকেয়া বিলগুলো ধারাবাহিকভাবে পরিশোধের বিষয়ে লিখিত অঙ্গীকারনামা হয়েছে। পৌরসভার জন্মলগ্ন থেকে নিয়মিত বিল পরিশোধ না করার কারণে এতো পরিমাণ টাকা বকেয়া দাঁড়িয়েছে।

কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম বলেন, অনেক টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে সংযোগ বিচ্ছিন্ন করেছে নেসকো। কথা হয়েছে কিছু বিল পরিশোধ করা হবে। আশা করছি সন্ধ্যার আগে আমরা বিদ্যুৎ সংযোগ পাব।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]