13657

08/18/2025 ঢাকা-আঙ্কারার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

ঢাকা-আঙ্কারার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

নিজস্ব প্রতিবেদক

২৫ জানুয়ারী ২০২৩ ০০:৩৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান। উভয়পক্ষ ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে যার যার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

সোমবার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে তুরস্কের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শাহরিয়ার আলম বাণিজ্য, মানবিক সহায়তা, আর্থ-সামাজিক উন্নয়ন এবং অন্যান্য চ্যালেঞ্জ মোকাবিলায় তুরস্কের সমর্থন ও সহায়তার কথা স্বীকার করেন। প্রতিমন্ত্রী ও রাষ্ট্রদূত ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে উভয় দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে রাষ্ট্রদূতের প্রচেষ্টার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।

খুব শিগগিরই ঢাকায় দায়িত্ব পালন শেষে দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত তুরানের।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]