1056

05/01/2025 টাঙ্গাইলে ৪ জনের গলা কাটা লাশ উদ্ধার

টাঙ্গাইলে ৪ জনের গলা কাটা লাশ উদ্ধার

জেলা সংবাদদাতা, টাঙ্গাইল

১৭ জুলাই ২০২০ ১৭:১৫

টাঙ্গাইলের মধুপুরে একটি বাড়ি থেকে একই পরিবারের ৪ জনের গলাকাটা, ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে পৌর শহরের উত্তরা আবাসিক এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- গণি মিয়া (৪৫), কাজিরন ওরফে বুচি (৩৮), ছেলে তাজেল (১৭) ও মেয়ে সাদিয়া (৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুদিন ধরে বাড়িটি তালাবদ্ধ ছিল। আজ ভোরে গণি মিয়ার শাশুড়ি এসে বাইরে থেকে তালা লাগানো দেখে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসীর সহায়তায় তালা ভেঙে ভেতরে গিয়ে চারজনের লাশ পড়ে থাকতে দেখা যায়।

মধুপুর সার্কেলের এসি কামরান হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, দুদিন আগে তাদের হত্যা করা হয়েছে। লাশগুলো গলাকাটা ও থেতলানো। ঘটনা তদন্ত করে হত্যার কারণ জানা যাবে।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]