10557

05/02/2025 চার্লসকে রাজা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা আজ

চার্লসকে রাজা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা আজ

আন্তর্জাতিক ডেস্ক

১০ সেপ্টেম্বর ২০২২ ২১:২৪

লন্ডনের সেন্ট জেমস প্যালেসে শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে এক ঐতিহাসিক অনুষ্ঠানে তৃতীয় চার্লসকে আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের রাজা ঘোষণা করা হবে।

সদ্যপ্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শোকে নামানো জাতীয় পতাকাগুলো ‘অ্যাকসেসন কাউন্সিল’ নামে এই প্রক্রিয়ার পর আবার একদিনের জন্য স্বাভাবিক উচ্চতায় উড়বে। প্রথমবারের মতো এ অনুষ্ঠান টেলিভিশনে দেখানো হবে।

রবিবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত যুক্তরাজ্য জুড়ে আরও বিভিন্ন ঘোষণা আসবে। সেদিন সকালেই আবার জাতীয় পতাকা অর্ধনমিত হয়ে যাবে।

রাজা তৃতীয় চার্লস এর আগের দিন, শুক্রবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক আবেগপূর্ণ প্রথম ভাষণে তার ‘প্রিয় মায়ের’ নিষ্ঠাপূর্ণ কর্মজীবন অনুসরণ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

রাজা তার মা ৭০ বছরের রাজত্বকালে যেরকম ‘অটল ভক্তি’ দিয়ে জাতির সেবা করেছেন নিজেও তা অনুসরণের অঙ্গীকার করেন।

চার্লস তাঁর মা মারা যাওয়ার মুহুর্ত থেকেই রাজা হয়েছিলেন। কিন্তু রাজা বা রানির মৃত্যুর পর উত্তরাধিকারীর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে যত তাড়াতাড়ি সম্ভব ‘অ্যাকসেশন কাউন্সিল’ অনুষ্ঠিত হয়।

সূত্র: বিবিসি

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]