10184

05/09/2025 গাড়ি বোমা হামলায় নিহত পুতিনের ঘনিষ্ঠ সহযোগীর কন্যা

গাড়ি বোমা হামলায় নিহত পুতিনের ঘনিষ্ঠ সহযোগীর কন্যা

আন্তর্জাতিক ডেস্ক

২২ আগস্ট ২০২২ ০০:৪০

রাজধানী মস্কোর কাছে শক্তিশালী গাড়ি বোমা হামলায় প্রেসিডেন্ট পুতিনের ঘনিষ্ঠ সহযোগীর এক মেয়ে নিহত হয়েছেন। নিহতের নাম দারিয়া দুগিনা। খবর বিবিসি, আল জাজিরা'র

রবিবার (২১ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, স্থানীয় সময় রাত ৯টা ৪৫ এর দিকে মোজায়েস্কি মহাসড়কে দারিয়া দুগিনার গাড়িতে বিস্ফোরণ ঘটে। প্রত্যক্ষদর্শীদের জানিয়েছেন, বিস্ফোরণে গাড়িটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, তিনি ঘটনাস্থলেই মারা যান।

বিস্ফোরণের কারণ নিয়ে দেশটির রুশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। নিহত দারিয়ার বাবার নাম আলেকসান্দর দাগিন (৬০) একজন দার্শনিক। তিনি পুতিনের ‘মস্তিষ্ক’ হিসেবে পরিচিত।

হামলার লক্ষ্যবস্তু আলেকসান্দর ছিলেন কি না, তা এখন পর্যন্ত স্পষ্ট হওয়া যায়নি। দারিয়া দুগিনা তার বাবার মতো সাংবাদিকতা, দর্শন ও রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী
যোগাযোগ: রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল: [email protected], [email protected]