সোমবার, ১৫ই ডিসেম্বর ২০২৫, ১লা পৌষ ১৪৩২

Shomoy News

Sopno


আজ বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’


প্রকাশিত:
১৫ ডিসেম্বর ২০২৫ ১০:২৫

আপডেট:
১৫ ডিসেম্বর ২০২৫ ১২:৩২

ফাইল ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ৯টার আপডেটে ঢাকার বাতাসের মান ছিল ১৫৫, যা ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে। এতে বায়ুমানে বিশ্বের ১২৫ শহরের মধ্যে নয় নম্বরে আছে ঢাকা।

আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার থেকে এসব তথ্য জানা গেছে।

৩১৬ স্কোর নিয়ে আজ বায়ুদূষণে শীর্ষ অবস্থানে আছে ভারতের রাজধানী দিল্লি, ২১৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে পাকিস্তানের করাচি, ১৯৬ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, ১৮৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে কোয়েত সিটি, ১৭১ স্কোর নিয়ে পাঁচ নম্বরে ভারতের কলকাতা। সবকটি শহর বায়ুমান সূচকে ‘অস্বাস্থ্যকর’।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

সংস্থাটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠী’র (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়।

আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাসঅস্বাস্থ্যকরহিসেবে বিবেচিত হয়স্কোর ২০১ থেকে ৩০০ হলেখুবই অস্বাস্থ্যকরবলে বিবেচনা করা হয় এবং ৩০১ এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top