বুধবার, ৩রা সেপ্টেম্বর ২০২৫, ১৯শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


নন-ক্যাডার চাকরির পরীক্ষা

২০০ টাকায় প্রশ্ন কমনের নিশ্চয়তা দিয়ে সাজেশন বিক্রি করতো মতিউর


প্রকাশিত:
৩ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪১

আপডেট:
৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৫৬

ছবি সংগৃহীত

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) নন-ক্যাডার চাকরি পরীক্ষায় ৯০ শতাংশ ‘প্রশ্ন কমন সাজেশন’ দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মতিউর রহমান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডি বলছে, বিকাশের মাধ্যমে সর্বনিম্ন ২০০ টাকার বিনিময়ে পিএসসি নন-ক্যাডার চাকরি পরীক্ষায় ৯০ শতাংশ প্রশ্ন কমন সাজেশনের নিশ্চয়তা দিয়ে হোয়াটসঅ্যাপ এবং কুরিয়ারের মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছে দিতো মতিউর রহমান। পিএসসির অভিযোগের ভিত্তিতে জামালপুর জেলার মেলান্দহ থানা এলাকা থেকে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দল তাকে গ্রেপ্তার করে।

বুধবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে সিআইডির সাইবার পুলিশ সেন্টারের আয়োজিত অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম বলেন, পিএসসির বিভিন্ন নন-ক্যাডার চাকরি প্রার্থীদের চাকরির পরীক্ষায় ৯০ শতাংশ কমন সাজেশন দেওয়ার নাম করে সাধারণ চাকরি প্রত্যাশীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো মতিউর রহমান চক্র।

তিনি বলেন, তারা পিএসসির বিভিন্ন পদে (নন-ক্যাডার) নিয়োগ পরীক্ষার আগে নিশ্চিত সাজেশনের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুক পেজে “সহকারী থানা শিক্সা অফিসার (এটিইও) এর জন্য সিক্রেট শিট কেউ হাতছাড়া করবেন না, এই সুযোগ। শেষ মুহূর্তের চূড়ান্ত Secret সাজেশন শিট মাত্র ৫৫০টি MCQ সঙ্গে উত্তর। হুবহু কমন পাবেন ৮০-৯০%, ক্যাশ অন ডেলিভারি ৩৯০ টাকা, অগ্রিম ৯০ টাকা, সুন্দরবন কুরিয়ারে অগ্রিম ফুল পেমেন্ট, আর পিডিএফ নিতে ২০০ টাকা এবং পেমেন্টের ১ মিনিটের মধ্যেই পিডিএফ পাবেন মেসেঞ্জার, হোয়াটস অ্যাপ, ই-মেইল এ সেন্ড করা হবে। বিকাশ পার্সোনাল/নগদ/রকেট নম্বর” এরকম নানা চটকদার শিরোনামে পোস্ট করতো।

এরপর তাদের সঙ্গে যোগাযোগ হলে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে সাধারণ চাকরিপ্রার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতো। যার ফলশ্রুতিতে, একদিকে যেমন সাধারণ চাকরিপ্রত্যাশীরা প্রতারিত হচ্ছিল, অন্যদিকে পিএসসির সুনাম ক্ষুণ্ণ হচ্ছিল।

জাহিদুল ইসলাম আরও বলেন, এ বিষয়ে গত ১ সেপ্টেম্বর সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) পিএসসির পক্ষ থেকে সিআইডিতে অভিযোগ করলে বিষয়টির গুরুত্ব বিবেচনা করে কাজ শুরু করে। এরপর তথ্য প্রযুক্তির সাহায্যে জামালপুর জেলার মেলান্দহ থেকে মূলহোতা মতিউর রহমানকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ও ১টি ল্যাপটপ আলামত হিসেবে জব্দ করা হয়।

পুলিশ জানায়, এ বিষয়ে পিএসসির পক্ষ হতে শেরেবাংলা নগর থানায় একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এছাড়া চক্রের অন্যান্য আসামি শনাক্ত ও গ্রেপ্তারে সিআইডির অভিযান চলমান আছে বলেও জানান তিনি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top