শনিবার, ১৬ই আগস্ট ২০২৫, ১লা ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


নির্বাচনে বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য নতুন নীতিমালা ইসির


প্রকাশিত:
১৬ আগস্ট ২০২৫ ১৬:১৬

আপডেট:
১৬ আগস্ট ২০২৫ ১৮:২৭

ছবি ‍সংগৃহিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসতে আগ্রহী বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য নতুন নীতিমালা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

এ নীতিমালা অনুযায়ী, আবেদন ফরমে ১৪ ধরণের তথ্য জমা দিতে হবে। পাশাপাশি সংযুক্ত করতে হবে বৈধ পাসপোর্টের কপি, সিভি ও সদ্য তোলা ছবি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সম্প্রতি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের নীতিমালা জারি করা হয়েছে৷ এখন থেকেই বিদেশিরা আবেদন করতে পারবেন। ইতোমধ্যে অনেকেই আগ্রহ প্রকাশ করছে।

কর্মকর্তারা বলছেন, নীতিমালা অনুযায়ী ইসির নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। তবে পাসপোর্ট, সিভি ও সদ্য তোলা ফটো বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া এর সঙ্গে আরও ১১ তথ্যসহ মোট ১৪ রকমের তথ্য দিতে হবে।

জানা যায়, দেশি সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোট পর্যবেক্ষণ করতে হলে নিজের নাম, জন্ম তারিখ, সংস্থা বা দেশের নাম, পেশা, অভিজ্ঞতা থাকলে দেশে এবং বিদেশের অভিজ্ঞতা, পাসপোর্ট নস্বর, পাসপোর্টের মেয়াদ, জাতীয়তা, বাংলাদেশে অবস্থানকালীন ঠিকানা, ই-মেইল, ফোন নম্বর, তারিখ ও স্বাক্ষর দিতে হবে।

এছাড়া আবেদনের সঙ্গে সদ্য তোলা ফটো, মেয়াদ আছে এমন পাসপোর্টের কপি ও সিভি সংযুক্ত করে আবেদন করতে হবে। ইতোমধ্যে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা আনফ্রেল, ইউরোপীয় ইউনিয়ন ভোট পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করেছে।

এবারের নীতিমালায় বিদেশিদের অনুমতিদানে পুরো ক্ষমতা ইসি তার নিজের কাছেই রেখেছে। আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের পর ব্যবস্থা নিতে পারতো। নতুন নীতিমালা অনুযায়ী ইসির সুপারিশের ভিত্তিতে ভিসা ব্যবস্থা করবে মন্ত্রণালয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমভাগে এয়োদশ জাতীয় নির্বাচন হলে তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top