২৫টি বোয়িং কেনার চুক্তি হয়েছে: বাণিজ্য সচিব
প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫ ১৫:০৪
আপডেট:
২৭ জুলাই ২০২৫ ২০:১২

মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং থেকে ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। তিনি জানান, এছাড়া গম কেনার চুক্তি হয়েছে। পাশাপাশি সয়াবিন ও তুলা কেনার বিষয়েও আলোচনা চূড়ান্ত পর্যায়ে হয়েছে।
আজ রোববার (২৭ জুলাই ) সচিবালয়ে সাংবাদিকদের এই তথ্য জানান বাণিজ্য সচিব। তিনি জানান, ধীরে ধীরে আসবে ২৫টি বোয়িং।
বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হতে যাচ্ছে। এর মধ্যে সমঝোতা না হলে বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ অতিরিক্ত শুল্ক বসাবে যুক্তরাষ্ট্র। এতে তৈরি পোশাক শিল্পসহ দেশের রপ্তানি খাতে বিপর্যয় দেখা দিতে পারে। এনিয়ে বাণিজ্য সচিব বলেন, আরোপিত নতুন শুল্ক নিয়ে আলোচনা করতে সোমবার সন্ধ্যায় বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাবে। ২৯ ও ৩০ জুলাই ওয়াশিংটনে আবার বৈঠক হবে।
বাণিজ্য সচিব আশা করেন, এই বৈঠকে ভালো কিছু হবে। ১ আগস্টের আগেই ভালো ঘোষণা আসবে।
এসএন /সীমা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: