নারী আসনে নির্বাচন-দ্বিকক্ষবিশিষ্ট সংসদ-প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে আলোচনা হবে আজ
প্রকাশিত:
১৮ জুন ২০২৫ ১১:৫৩
আপডেট:
৬ আগস্ট ২০২৫ ০৫:২৬

সংরক্ষিত নারী আসনের নির্বাচন পদ্ধতি, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ও প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত আইনের সংশোধন প্রস্তাব নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনে আজ আলোচনা হবে।
বুধবার (১৮ জুন) সকাল ১১টায় রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় ধাপের তৃতীয় দিনের আলোচনা শুরু করবেন কমিশন সদস্যরা। গতকাল মঙ্গলবার জামায়াতে ইসলামী আলোচনা বয়কট করলেও আজ যোগ দেয়ার কথা রয়েছে।
এর আগে, দ্বিতীয় দিনের আলোচনায় জামায়াতের উপস্থিতি ছাড়াই সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনে। পাশাপাশি ঐকমত্য হয়েছে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদে অর্ধেক বিরোধী দল থেকে মনোনয়ন দেয়ার বিষয়টি। সেইসাথে সবাই একমত হয়েছেন নারী আসন ৫০ থেকে ১০০ করার প্রস্তাবেও।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: