সোমবার, ১২ই মে ২০২৫, ২৯শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


সরকারের আদেশ পেলে পদক্ষেপ নেবে ইসি : আনোয়ারুল


প্রকাশিত:
১১ মে ২০২৫ ১৪:১১

আপডেট:
১২ মে ২০২৫ ০৮:২৩

ছবি সংগৃহীত

নির্বাচনী আইন গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষিত হলে সেই দলের নিবন্ধন বাতিল হয়ে যায়। দাবির মুখে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল রাতে উপদেষ্টা পরিষদের এ সংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে (সোমবার) জারি করা হবে জানান আইন উপদেষ্টা। সরকারের আনুষ্ঠানিক আদেশ পেলে নির্বাচন কমিশন (ইসি) পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

রোববার (১১ মে) নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার গণমাধ্যমকে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের বিষয়ে বিস্তারিত জানান।

তিনি জানান, আওয়ামী লীগ নিষিদ্ধে সরকারি আদেশ পাওয়ার পরই নিবন্ধন বাতিল সংক্রান্ত করণীয় নির্ধারণ করবে নির্বাচন কমিশন। সরকার থেকে যে আদেশ জারি হবে, সে আদেশের শর্তানুযায়ী প্রচলিত আইন অনুসরণ করে ইসির যা করণীয় তাই করবে। গেজেট হবে নাকি প্রজ্ঞাপন জারি হবে নাকি পরিপত্র হবে- তা দেখেই কমিশন বৈঠকে আলোচনা হবে। ওটা (গেজেট/পরিপত্র) আমাদের হাতে এলে, তার ওপর ভিত্তি করে কমিশনের যা করণীয় করা হবে।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সিদ্ধান্তটা গণমাধ্যমে জেনেছি। আপনারা যেভাবে দেখছেন, আমরাও সেভাবে দেখেছি। এ সংক্রান্ত পেপার্স আসবে নিশ্চয়ই, তারপর আইন অনুযায়ী সিদ্ধান্ত নেবে। সরকারের সিদ্ধান্তটা যখন পাবো, তাতে পরিষ্কার থাকবে। কমিশনকে তো সিদ্ধান্ত নিতেই হবে একটা। সরকার যে আদেশ দেবে, আদেশে কী শর্ত থাকবে নির্বাচন কমিশন এখনও জানে না। আদেশের ওপর ভিত্তি করে ইসি প্রচলিত আইন অনুযায়ী যা করার তাই করবে। আমরা অফিসিয়ালি কিছু জানি না। অফিসিয়ালি জানার পরে এর ভিত্তিতে আইন অনুযায়ী ইসির যা করার সেটাই করবে।

আরপিও এর ৯০ জ অনুচ্ছেদের (১) (খ) দফায় বলা হয়েছে— কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হবে- যদি সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত হয়। বিলুপ্ত বা বাতিল হলে দলের নাম সরকারি গেজেট প্রকাশ করতে হবে ইসিকে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top