সোমবার, ১২ই মে ২০২৫, ২৮শে বৈশাখ ১৪৩২

Shomoy News

Sopno


৫০ভাগ মহার্ঘ ভাতাসহ ৫দফা দাবি সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের


প্রকাশিত:
১১ মে ২০২৫ ১০:২৯

আপডেট:
১২ মে ২০২৫ ০৫:০৪

ছবি সংগৃহীত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, ১০ ধাপে বেতন নির্ধারণ সহ নবম বেতন কমিশন গঠনসহ ৫ দফা দাবি জানিয়েছে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।

শনিবার (১০ মে ) সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের একাদশ জাতীয় সম্মেলনে এসব দাবি জানানো হয়েছে। রাজধানীর বিএমএ ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি সৈয়দ সারোয়ার হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোভাযাত্রা ও আলোচনা সভায় দক্ষিণ এশিয়ার বিভিন্ন গণকর্মচারী সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশন, WFTU/TUI Public Service এর প্রতিনিধি সহ ঢাকা মহানগরীর বিভিন্ন দপ্তর-অধিদপ্তরের প্রায় সহস্রাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের অতিরিক্ত মহাসচিব মো. রোকনুজ্জামান এবং স-হসভাপতি ফাহমিদা আক্তার ইলা।

আলোচনা সভায় মহাসচিব নোমানুজ্জামান আল আজাদ বলেন, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের ৫ দফা কর্মচারীদের প্রাণের দাবী। অবিলম্বে এই দাবী পূরণ করা না হলে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা ও ক্ষোভের সঞ্চার হচ্ছে।

দাবি সমূহ হচ্ছে: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা প্রদান, ১০ ধাপে বেতন নির্ধারণ সহ নবম বেতন কমিশন গঠন, সচিবালয়ের মতো পদবি পরিবর্তন, টাইমস্কেল সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন পুনর্বহাল, মূল বেতনের ২০ শতাংশ বার্ষিক ইনক্রিমেন্ট প্রদান এবং পেনশন গ্রাচুইটির হার ১ টাকায় ৫০০ টাকা নির্ধারণ সহ ৫ দফা।

প্রধান অতিথি এবিএম আব্দুস সাত্তার বলেন, দেশে এখন একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। আর সুষ্ঠ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় আসলে কর্মচারীদের এই যৌক্তিক ৫ দফা দাবীর জন্য আন্দোলন করতে হবে না। এই যৌক্তিক দাবী ইনশাল্লাহ আমি বেঁচে থাকলে বাস্তবায়নের ব্যবস্থা করবো।

তিনি আরো বলেন, কর্মচারীদের ঐক্যের বিকল্প নেই। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা যেভাবে ঐক্য ছিলাম এখনও আমরা ঐক্য থেকেই সকল বৈষম্য প্রতিরোধ করবো। এমনকি এই দেশের কর্মচারীদের বিরুদ্ধে কোন কালো আইন আমরা মেনে নিবো না। যদি আইন করতেই হয় তাহলে কর্মচারীদের সঙ্গে আলোচনা করে করতে হবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন একেএম ইহসানুল হক, শ্রম সংস্কার কমিশন প্রধান এবং নির্বাহী পরিচালক (বিলস) সৈয়দ সুলতান উদ্দীন আহমদ, TUI public Service ভাইস প্রেসিডেন্ট ভোলানাথ পোখরেল, CONEP, Nepal President Com. Punya Prasad Dhakal, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সাবেক সভাপতি মো: মোয়াজ্জেম হোসেন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ যুগ্ম সমন্বয়ক চৌধুরী আশিকুল আলম, WFTU কোর্ডিনেটর (বাংলাদেশ) রাজেকুজ্জামান রতন, সভাপতি সৈয়দ সারোয়ার হোসেন, অতিরিক্ত মহাসচিব বদরুল আলম সবুজ, মোহাম্মদ আজিম, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ সভাপতি মো: নুরুল ইসলাম, অতিরিক্ত মহাসচিব কামাল হোসেন সিকদার, মোহাম্মদ আজিম কুতুব উদ্দীন সেলিম, সভাপতি এম এ আউয়াল সহ গণকর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top