শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৮ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


'নির্ভার' সাবের বললেন আমি জ‌য়ের ব‌্যাপা‌রে সম্পূর্ণ আশাবাদী


প্রকাশিত:
৭ জানুয়ারী ২০২৪ ১০:৩১

আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৬:১৭

ছবি-সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ‌দি‌লেন ঢাকা-৯ আস‌নের নৌকার প্রার্থী সাবের হোসেন চোধুরী। শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় জয় অনেকটা নিশ্চিত থাকা এই সংসদ সদস্য আবারও বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

র‌োববার (৭ জানুয়া‌রি) সকাল সাড়ে আটটার প‌র রাজধানীর খিলগাঁও গার্লস স্কুল কেন্দ্রে ভোট দেন তিনি।

পরে সাংবাদিকদের সাবের হোসেন ব‌লেন, ‘শা‌ন্তিপূর্ণ ভো‌টের প‌রি‌বেশ র‌য়ে‌ছে। কে‌ন্দ্রের ভেত‌রে আম ও নৌকার পাশাপা‌শি আরও দুইজন প্রার্থীর এজেন্ট‌কে দে‌খে‌ছি। এছাড়া প‌োলিং এজেন্টরা আছে। সবকিছু মি‌লি‌য়ে ভো‌টের প‌রি‌বেশ ভালো। আমি জ‌য়ের ব‌্যাপা‌রে সম্পূর্ণ আশাবাদী।

এবারের নির্বাচনে বহু আসনে নৌকা মার্কার প্রার্থীদের কপালে দুশ্চিন্তার ভাজ ফেলেছে ভোটে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থীরা। তবে ঢাকা-৯ আসনটিতে টেনশনমুক্ত সাবের হোসেন।

তার প্রতিদ্বন্দ্বীরা হলেন-লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির কাজী আবুল খায়ের, সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির রুবিনা আক্তার (রুবি), টেলিভিশন প্রতীক নিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের মোহাম্মদ শফি উল্লাহ চৌধুরী, কাঁঠাল প্রতীক নিয়ে বাংলাদেশ জাতীয় পার্টির মো. আনোয়ারুল ইসলাম, একতারা নিয়ে বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. মাহিদুল ইসলাম, আম নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির মোহাম্মদ কফিল, ছড়ি প্রতীক নিয়ে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. নূরুল হোসাইন এবং মাছ নিয়ে গণফ্রন্টের তাহমিনা আক্তার।



আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top