রংপুরে ৭৬ লাখ টাকার মাদকদ্রব্য ধ্বংস
প্রকাশিত:
৮ আগস্ট ২০২৩ ২১:৫২
আপডেট:
২০ আগস্ট ২০২৫ ২৩:২১

মামলার নমুনা হিসেবে রংপুর কোর্টে জমা রাখা বিভিন্ন মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। সোমবার (৭ আগস্ট) বিকেলে রংপুর কোর্টে ৮৩টি মামলার নমুনা হিসেবে জমাকৃত এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে আদালতের মালখানার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক নারায়ণ চন্দ্র সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ হাসিনুর রহমান মিলন ও মালখানার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট আবু হেনা সিদ্দিকীর উপস্থিতিতে ফেনসিডিল, গাঁজা, ইয়াবা, চোলাই মদ ও অবৈধ পলিথিন ধ্বংস করা হয়। ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে তিন হাজার ৯২৫ বোতল ফেনসিডিল, ১৭ হাজার ৩৫২ পিস ইয়াবা, ২৮ লিটার চোলাই মদ, ৩৭ কেজি গাঁজা এবং ১৭ বস্তা অবৈধ পলিথিন। ধ্বংস করা মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ৭৬ লাখ টাকা।
এছাড়া রংপুর মেট্রোপলিটন ডিবি কর্তৃক ২০২২-২০২৩ পর্যন্ত আটক করা নকল ব্যান্ডরোল , বিড়ি ও গুল ডিবি পুলিশের ইন্সপেক্টর সালেহ আহমেদের নেতৃত্বে পোড়ানো হয়।
মালখানার দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক নারায়ণ চন্দ্র সরকার বলেন, প্রতিমাসেই মামলার নমুনা হিসেবে জমাকৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: