মঙ্গলবার, ১৯শে আগস্ট ২০২৫, ৩রা ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


স্পিকারের সঙ্গে ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি দলের সাক্ষাৎ


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৩৩

আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ০১:২৯

ছবি সংগৃহিত

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টরস প্রোগ্রাম ডেভিড নক্স এবং মঙ্গলদীপ ফাউন্ডেশনের ফাউন্ডিং চেয়ারপারসন সারা যাকের সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) স্পিকারের কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা।

সাক্ষাৎকালে তারা ‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড’ ফেস্টিভ্যাল, নারী উন্নয়ন ও লিঙ্গ বৈষম্য নিরসন, বাংলাদেশের নারী নেতৃত্ব এবং নারী নেতৃত্বের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, নারীর ক্ষমতায়ন ও নারী নেতৃত্ব তৈরিতে বাংলাদেশ বিশ্বে উদাহরণ তৈরি করেছে। প্রত্যন্ত এলাকা থেকেও নারীরা বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশের উন্নয়নে নেতৃত্ব দিচ্ছেন। এসময় তিনি ছেলে ও মেয়ে উভয় সন্তানের ক্ষেত্রে পারিবারিক সব সুযোগ সমভাবে প্রাপ্তি নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

সারা যাকের বলেন, বাংলাদেশের নারীরাও আজ সর্বক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। এ দেশের নারীদের বিজয়গাঁথা সর্বসমক্ষে তুলে ধরতে হবে। ডেভিড নক্স বাংলাদেশের নারী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন।

এসময় তারা শিরীন শারমিন চৌধুরীকে ‘ওমেন অব দ্য ওয়ার্ল্ড’ ফেস্টিভ্যাল (ওয়াও ফেস্টিভ্যাল) এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানান।

এশিয়াটিক এক্সপেরিয়েন্টাল মার্কেটিং লিমিটেডের নির্বাহী পরিচালক (প্রশাসন) ফারুক আহমেদ, ব্রিটিশ কাউন্সিলের হেড অব আর্টস নাহিন ইদ্রিসসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top