যুবকরাই পারবে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে: প্রধানমন্ত্রী
প্রকাশিত:
১১ সেপ্টেম্বর ২০২২ ২২:১৬
আপডেট:
২ আগস্ট ২০২৫ ১৮:০৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যুবকরাই একটি দেশের প্রকৃত সম্পদ। তারাই দেশের নেতৃত্ব দিতে পারে, দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারে।’
রোববার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গণভবনে অনুষ্ঠিত ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২২’ বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এ সময় জাতির পিতার ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ থেকে যুবকদের নিয়ে কয়েকটি বক্তব্য পাঠ করেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ বিষয়টি অনুধাবন করতে পেরেছিলেন। তাই তিনি যুব সমাজের উন্নয়নে ব্যাপকভিত্তিক কর্মসূচি গ্রহণ করেছিলেন। যুবকরাই এ দেশকে এগিয়ে নিয়ে গেছেন। তারাই এদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন।’
শেখ হাসিনা আরও বলেন, ‘যুব সমাজকে উন্নয়নের ধারাবাহিতকায় ছেদ পড়ে জাতির পিতাকে হত্যার পর। ‘৭৫ এর পর সামরিক সরকার ক্ষমতা দখল করে। জাতির পিতাকে হত্যার পর জিয়াউর রহমান ক্ষমতায় এসেছিল। সেই জিয়াউর রহমান যুব সমাজের হাতে অস্ত্র, মাদক তুলে দিয়ে তাদের বিপথে পরিচালিত করেছিলেন। তিনি যুব সমাজের হাতে অস্ত্র তুলে দিয়ে নিজের ক্ষমতাকে টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন।’
সম্পর্কিত বিষয়:
সম্পদ
আপনার মূল্যবান মতামত দিন: