জেনে নিন ব্রণ দূর করার ঘরোয়া উপায়!
প্রকাশিত:
২৪ অক্টোবর ২০২১ ১৮:৫৭
আপডেট:
২ মে ২০২৫ ০০:১৪

ব্রণ খুব কমন একটি সমস্যা। এতে প্রায় সবাই ভোগে, এর থেকে বাঁচতে কত কিছুই না করি। অনেকেই ওষুধ কিংবা ক্রিম লাগিয়ে নানা ধরনের চেষ্টা করছেন। তবে আরও একটি কাজ করে ঘরে বসেই সহজ উপায়ে কমিয়ে ফেলতে পারেন ব্রণের সমস্যা।
খুব বেশি কিছুর আয়োজন করতে হবে না। সহজেই করা যাবে ত্বকের যত্নের ব্যবস্থা। চলুন তাহলে জেনে নেই কি করতে হবে-
এখন থেকে কলা খেয়ে কলার খোসা আর ফেলবেন না। কলার খোসায় আছে বিভিন্ন অ্যান্টি-অক্সিড্যান্ট, মিনারেল এবং ফাইবার। তা ত্বকের প্রদাহ কমায়। তার প্রভাবেই কমবে ব্রণ। এরই পাশাপাশি, কলার খোসা ত্বকের আর্দ্রতা বাড়াবে। কমাবে বলিরেখা পড়ার আশঙ্কাও।
রোজ ত্বকে কলার খোসার সাদা অংশটি ভাল ভাবে ঘষে নিতে হবে। বেশ কিছু ক্ষণ ধরে এই কাজ করুন। তার পর মিনিট ১৫ সে ভাবেই রেখে দিন। মুখ কিছুটা শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
আপনার মূল্যবান মতামত দিন: