খুশকির মতো কিন্তু খুশকি নয়, হতে পারে বিশেষ রোগের ইঙ্গিত!
প্রকাশিত:
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০১
আপডেট:
১০ সেপ্টেম্বর ২০২৫ ০২:৩৭

খুশকি নিয়ে যন্ত্রণার যেন শেষ নেই। একটু গাঢ় রঙের পোশাক পরলেই কাঁধ ভরে যায় খুশকিতে। পড়তে হয় বিব্রতকর পরিস্থিতিতে। সেসঙ্গে মাথার চুলকানি তো আছেই। খুশকিকে বেশিরভাগ মানুষই পাত্তা দেন না। কিন্তু এই মাথায় চুলকানি হওয়া খুশকি নাও হতে পারে। স্ক্যাল্প বা মাথার ত্বকে সোরিয়াসিস হলেও এমনটা হতে পারে।
এই সমস্যা হলে মাথার ত্বকে চাপ চাপ সাদা আঁশের মতো চামড়া আটকে থাকে, কখনোবা দেখা দিতে পারে জ্বালা ও অস্বস্তি। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলেও মাথার ত্বকে সোরিয়াসিস হতে পারে।
খুশকি নাকি সোরিয়াসিস?
খুশকি এবং মাথার ত্বকের সোরিয়াসিসের উপসর্গ প্রায় একই রকমের। শুরুর দিকের লক্ষণের মিল থাকে। মাথার ত্বকে ছত্রাকের সংক্রমণ হলে খুশকি হয়। ম্যালাসেজিয়া ইস্ট অথবা সেবেসিয়াস গ্রন্থি থেকে অতিরিক্ত তেল উৎপাদন হলে এই সমস্যা দেখা দেয়।
অন্যদিকে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ত্বকের কোষগুলোকে সঙ্কেত পাঠিয়ে যখন অস্বাভাবিকভাবে দ্রুত গতিতে মামড়ি তৈরি করার নির্দেশ দেয়, তখনই দেখা দেয় স্ক্যাল্প সোরিয়াসিস। অনেকেই দুটি সমস্যাকে গুলিয়ে ফেলেন, তাই চিকিৎসায় দেরি হয়ে যায়।
১. খুশকি মাথার ত্বক এবং তার আশপাশের মধ্যেই সীমাবদ্ধ থাকে। সোরিয়াসিস কপাল, ঘাড়, কানের পেছনেও ছড়িয়ে পড়তে পারে।
২. খুশকি হালকা ও তেলচিটে হয়। এর রং মূলত সাদা। অন্যদিকে সোরিয়াসিস আঁশের মতো মামড়িগুলো মোটা, শুষ্ক এবং রুপালি রঙের হয়।
৩. সোরিয়াসিস হলে মাথার ত্বকের কিছু অংশ লাল হয়ে থাকে। মাথার চুলের সীমানা ছাড়িয়ে অস্বস্তি ছড়িয়ে পড়ে। খুশকির ক্ষেত্রে এমনটা কম হয়।
৪. খুশকি ও সোরিয়াসিস দুই ক্ষেত্রেই চুলকানি হয় অসম্ভব। তবে সোরিয়াসিসের তীব্রতা খানিক বেশি হতেও পারে।
৫. সোরিয়াসিসে মাথার ত্বক এতটাই শুষ্ক হয়ে যায় যে, ত্বক ফেটে রক্তপাতও হতে পারে। খুশকিতে এমন সমস্যা হয় না।
মাথায় খুশকি হয়েছে না সোরিয়াসিস তা নিশ্চিত হোন। সোরিয়াসিস হলে দ্রুত একজন চর্ম চিকিৎসকের পরামর্শ নিন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: