জিভে সাদা আস্তরণ, এই ৩ রোগে আক্রান্ত নন তো?
প্রকাশিত:
১৭ আগস্ট ২০২৫ ১৩:৪০
আপডেট:
১৭ আগস্ট ২০২৫ ১৫:৫৩

পেটের সমস্যা কিংবা জ্বর— সমস্যা যাই হোক, চিকিৎসকের কাছে গেলেই প্রথমে জিভ দেখতে চান। কারণ শরীরের ভালোমন্দ অনেককিছুই বোঝা যায় জিভ দেখে। নানা রোগের উপসর্গ ফুটে ওঠে এই অঙ্গে। বিশেষত জিভের রঙ যখন বদলে যায়, তখন এটি বিভিন্ন শারীরিক জটিলতার লক্ষণ হতে পারে।
অনেকসময় জিভের ওপর সাদা আস্তরণ দেখা দেয়। কেন হয় এমন? কী রোগের ইঙ্গিত দেয় এটি? চলুন বিস্তারিত জেনে নিই-
লিউকোপ্লাকিয়া
নামের উচ্চারণ কঠিন হলেও এই রোগ নিয়ে তেমন চিন্তার কিছু নেই। জিভের উপরিভাগের কোষে অত্যধিক বৃদ্ধির কারণেই এই সমস্যা দেখা দেয়। এই কোষগুলো কেরাটিন নামক প্রোটিনের সঙ্গে মিশে জিভে সাদা আস্তরণ তৈরি করে। এই রোগ খুব দ্রুত সেরে যায়। তবে সঠিক সময়ে চিকিৎসা না হলে এটি মুখের ক্যানসারের কারণ হতে পারে।
ওরাল থ্রাশ
মুখের ভেতরে ক্যান্ডিডা ইস্ট নামে এক ধরনের ছত্রাক থাকে। এই ছত্রাক মাত্রাতিরিক্ত হারে বেড়ে গেলে জিভে সাদা আস্তরণ তৈরি হয়। বিজ্ঞানের ভাষায় একে ওরাল থ্রাশ বলে। গুরুতর সমস্যা না হলেও এটি দুর্বল ইমিউনিটির কারণ হতে পারে। তবে কারণ যাই হোক, প্রাথমিক পর্যায়ে সতর্ক না হলে এই রোগ জাঁকিয়ে বসতে পারে।
সিফিলিস
জিভে সাদা রঙের আস্তরণের নেপথ্যে থাকতে পারে সিফিলিসও (Syphilis)। এটি এক ধরনের যৌনরোগ। সাধারণত অসুরক্ষিত যৌন মিলনের মাধ্যমে এই রোগের ব্যাকটেরিয়া শরীরে ছড়িয়ে পড়ে। সম মতো চিকিৎসা না হলে এই রোগ মারাত্মক হয়ে উঠতে পারে।
জিভে সাদা আস্তরণ পড়ার বিষয়টি মোটেও হেলাফেলা করার বিষয় নয়। প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না করালে এটি জটিল রোগের কারণ হতে পারে। তাই ২ সপ্তাহের বেশি সময় এমন সমস্যায় ভুগলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: