শনিবার, ৯ই আগস্ট ২০২৫, ২৫শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


বিবি এবং সিসি ক্রিমের মধ্যে পার্থক্য কী, কোনটি বেশি ভালো?


প্রকাশিত:
৯ আগস্ট ২০২৫ ১১:৪৭

আপডেট:
৯ আগস্ট ২০২৫ ১৯:৫৪

ছবি সংগৃহীত

দাগছোপহীন ত্বক কে না চায়? নারীরা দাগহীন মসৃণ ত্বকের জন্য মেকআপের সাহায্য নেন। এজন্য সবার আগে হাতে তুলে নেন ফাউন্ডেশন। কিন্তু এটি ত্বকে একটি ভারী বেস তৈরি করে যা দৈনন্দিন সাজের জন্য বেমানান। প্রতিদিন ব্যবহারের ক্ষেত্রে বেশিরভাগ নারীরা বিবি ও সিসি ক্রিম ব্যবহার করেন। দুটো ক্রিমই ত্বককে মসৃণ ও দাগছোপহীন করে তোলে।

কর্মস্থল ও কলেজ-ভার্সিটিতে যাওয়া ক্ষেত্রে নারীরা ন্যাচারাল মেকআপ লুক চান। এজন্য তারা বিবি ও সিসি ক্রিম ব্যবহার করেন। কিন্তু দুটো ক্রিমের পার্থক্য বোঝেন না। চলুন বিবি ও সিসি ক্রিমের মধ্যে পার্থক্য জেনে নিই-

বিবি ক্রিম কী?

এটি হলো ব্লেমিশ বাম এবং বিউটি বাম (Blemish Balm and Beauty Balm)। এই ক্রিমে এমন উপাদান যোগ করা হয় যা ত্বককে হাইড্রেটেট রাখে, পরিষ্কার রাখে এবং রোদ থেকে বাঁচায়। এই ক্রিম ব্যবহারে মুখের ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা দেখা যায়। এছাড়াও, বিবি ক্রিম লাগালে ত্বক ভারী বোধ করে না।

সিসি ক্রিম কী?

সিসি ক্রিমকে বলা হয় রং সংশোধনকারী বা বর্ণ সংশোধনকারী (Color Correcting or Complexion Corrector) বলা হয়। এটি লাগালে ত্বকের লালচে ভাব দূর হয়। এতে নিস্তেজ ত্বকে প্রাণ ফিরে আসে। ত্বকের রঙে সমানভাব এনে দেয় সিসি ক্রিম। যারা ত্বকের দাগছোপ ঢাকার ক্ষেত্রে অতিরিক্ত কভারেজ চান, তাদের জন্য এটি একটি ভালো বিকল্প। ফাউন্ডেশনকে টেক্কা দেওয়ার ক্ষমতা রাখে এই ক্রিম।

বিবি ও সিসি ক্রিমের মধ্যে পার্থক্য কী?

বিবি ক্রিম টিন্টেড ময়েশ্চারাইজারের মতো কাজ করে। এটি ত্বকে হালকা আবরণ তৈরি করে। ত্বককে হাইড্রেটেড ও ময়েশ্চারাইজ করে এই ক্রিম। এটি লাগালে প্রাকৃতিক আভা ফুটে ওঠে। রোজকারের ব্যবহারের জন্য এবং শুষ্ক ত্বকের জন্য একটি দারুণ অপশন।

অন্যদিকে, সিসি ক্রিমের প্রসঙ্গে বলতে গেলে, এটি বেশি পিগমেন্টেড, যা ম্যাট ফিনিশ লুক দেয় এবং বিবি ক্রিমের চেয়ে বেশি কভারেজ দেয়, সেইসঙ্গে ত্বকের দাগছোপ লুকাতেও সাহায্য করে।

দৈনন্দিন ব্যবহারের জন্য কোনটি ভালো?

শুষ্ক ও সংবেদনশীল ত্বকের জন্য বিবি ক্রিম বেশিরভাগ ক্ষেত্রেই ভালো। এটি ত্বকে আর্দ্রতা প্রদান করে। ফলে এই ক্রিম ব্যবহারে ত্বক একটি নিখুঁত ফিনিশিং পায়। কিন্তু কারও ত্বক তৈলাক্ত হলে তার জন্য সিসি ক্রিম বেশি ভালো। কারণ এটি ত্বকে ম্যাট ফিনিশ লুক দেয়। তেলতেলে ভাব কমায়। যাদের ত্বক ব্রণ, মেছতার দাগছোপ আছে তাদের জন্যও সিসি ক্রিম বেশি উপযুক্ত।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top