চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
প্রকাশিত:
৩১ জুলাই ২০২৫ ১৮:২০
আপডেট:
১ আগস্ট ২০২৫ ১৫:৫৯

চট্টগ্রামের রাউজান উপজেলায় যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার দায়ে মোহাম্মদ এসকান্দর নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৩১ জুলাই) চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল হক এ রায় ঘোষণা করেন। এসময় দণ্ডপ্রাপ্ত এসকান্দর আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালে ভুক্তভোগী মিনু আক্তারের সঙ্গে দণ্ডপ্রাপ্ত এসকান্দরের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য মিনুকে নির্যাতন করে আসছিলেন এসকান্দর। ২০১৭ সালের ১ জানুয়ারি কথা-কাটাকাটির এক পর্যায়ে মিনুকে শ্বাসরোধে হত্যা করেন এসকান্দর। এ ঘটনায় ভুক্তভোগী মিনুর ভাই নাঈম উদ্দিন বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ২০২০ সালের ২৪ সেপ্টেম্বর আসামি এসকান্দরের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।
সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আবু সাঈদ জানান, আসামি এসকান্দরের বিরুদ্ধে আদালতে ১৫ জন সাক্ষ্য দিয়েছেন। সার্বিকভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: