বিশ্বে করোনায় গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৯০১ জন
প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২১ ১৬:৪৩
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ০৩:৫২

সারাবিশ্বে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমেছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপর্সগ নিয়ে মারা গেছেন ৪ হাজার ৯০১ জন। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ২২ হাজারের বেশি মানুষের।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, সোমবার (২৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৭ লাখ ৬১ হাজার ৮০০ জন। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৩ কোটি ২৫ লাখ ৯৫ হাজার ২৫৭ জনের। সুস্থ হয়েছেন ২০ কোটি ৯২ লাখ ১৯ হাজার ১৭৭ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ৯৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৭ লাখ ৬ হাজার ৩১৭ জন মানুষ মারা গেছেন।
এছাড়া, ভারতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৬ লাখ ৭৮ হাজার ২৪৩ জনের। মারা গেছেন ৪ লাখ ৪৭ হাজার ২২৫ জন।
বাংলাদেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২৭ হাজার ৪১৪ জন। এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন। আর সুস্থ হয়েছেন ১৫ লাখ ১১ হাজার ৪৭৯ জন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: