গর্ভবতী নারীদের যে ব্যথানাশক ওষুধ খেতে মানা করলেন ট্রাম্প
প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১২:৪১
আপডেট:
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৫

গর্ভবতী নারীদের ব্যথানাশক ওষুধ টাইলোনল ব্যবহার এড়াতে বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ওষুধ খেলে গর্ভের শিশু অটিজমের শিকার হতে পারে; এমন আশঙ্কা থেকেই এই পরামর্শ দিয়েছেন তিনি।
তবে চিকিৎসক ও গবেষকরা সতর্ক করেছেন, অটিজম ও এই ওষুধের মধ্যে সরাসরি সম্পর্ক থাকার বিষয়টি এখনও প্রমাণিত নয়। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
সংবাদমাধ্যমটি বলছে, সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়রের সঙ্গে গর্ভাবস্থায় ব্যবহৃত ব্যথানাশক ওষুধ টাইলোনল এড়িয়ে চলার এ ঘোষণা দেন ট্রাম্প। তিনি বলেন, টাইলোনলের প্রধান উপাদান প্যারাসিটামল বা অ্যাসিটামিনোফেন “ভালো নয়” এবং কেবলমাত্র গুরুতর জ্বরের ক্ষেত্রে এটি নেওয়া উচিত।
কিছু গবেষণায় গর্ভবতী নারীদের টাইলোনল সেবন ও সন্তানের অটিজম ঝুঁকির মধ্যে সম্পর্ক দেখা গেলেও তা অসংগতিপূর্ণ ও নিশ্চিত নয়। টাইলোনল নির্মাতা প্রতিষ্ঠান ক্যানভিউ এই ওষুধকে নিরাপদ দাবি করেছে।
বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে কোম্পানিটি বলেছে, “স্বাধীন বৈজ্ঞানিক গবেষণা স্পষ্টভাবে প্রমাণ করে যে অ্যাসিটামিনোফেন অটিজম সৃষ্টি করে না। তাই এর অন্যথা কোনো দাবি আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি এবং গর্ভবতী নারীদের জন্য এটি স্বাস্থ্যঝুঁকি তৈরি করবে বলায় আমরা উদ্বিগ্ন।”
প্রতিষ্ঠানটির দাবি, অ্যাসিটামিনোফেনই গর্ভবতী নারীদের জন্য সবচেয়ে নিরাপদ ব্যথানাশক। এটি ছাড়া নারীরা জ্বরসহ নানা শারীরিক সমস্যায় ভুগতে পারেন বা আরও ঝুঁকিপূর্ণ ওষুধ ব্যবহার করতে বাধ্য হবেন।
ঘোষণার সময় কেনেডি বলেন, মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) চিকিৎসকদের উদ্দেশে টাইলোনল গ্রহণের সম্ভাব্য ঝুঁকি নিয়ে নির্দেশনা জারি করবে। পাশাপাশি ওষুধের সুরক্ষা লেবেলে পরিবর্তন আনা এবং জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে।
তিনি আরও জানান, এফডিএ শিগগিরই “লিউকোভরিন” নামে পুরোনো একটি ওষুধকে অটিজম আক্রান্ত শিশুদের চিকিৎসায় অনুমোদন দেবে। ক্যান্সার রোগীদের কেমোথেরাপির বিষাক্ততা থেকে রক্ষা করতে এই ওষুধ ব্যবহৃত হয়ে আসছে।
এফডিএ কমিশনার মার্টি মাকারি জানান, এই ওষুধ ফোলেট (ভিটামিন বি-এর একটি ধরন) ঘাটতিজনিত অটিজম আক্রান্ত শিশুদের কথোপকথনের দক্ষতা উন্নত করতে পারে বলে সাম্প্রতিক গবেষণায় ইঙ্গিত মিলেছে।
এর আগে গত এপ্রিল মাসে কেনেডি অটিজমের কারণ অনুসন্ধানে বৃহৎ আকারের গবেষণা চালানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। সোমবার ট্রাম্প অটিজমকে “ভয়াবহ সংকট” বলে আখ্যায়িত করে বলেন, এ বিষয়ে তার “গভীর উদ্বেগ” রয়েছে।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অটিজম একটি জটিল স্নায়বিক সমস্যা, যার কারণ বহু দশক ধরে গবেষণা হলেও এখনো নিশ্চিত হয়নি। সাধারণভাবে গবেষকরা মনে করেন, জেনেটিক ও পরিবেশগত নানা কারণের জটিল সমন্বয়ে অটিজম তৈরি হয়।
আমেরিকান কলেজ অব অবস্টেট্রিশিয়ানস অ্যান্ড গাইনোকোলজিস্টসের প্রেসিডেন্ট ড. স্টিভেন ফ্লেইশম্যান এক বিবৃতিতে বলেন, “সোমবারের ঘোষণা পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক প্রমাণের মাধ্যমে সমর্থিত নয় এবং শিশুদের স্নায়বিক সমস্যার জটিল কারণকে বিপজ্জনকভাবে সরলীকরণ করেছে।”
এই শীর্ষ চিকিৎসক সংগঠন জানায়, যুক্তরাষ্ট্রজুড়ে চিকিৎসকরা দীর্ঘদিন ধরে গর্ভবতী নারীদের জন্য নিরাপদ ব্যথানাশক হিসেবে টাইলোনলকেই চিহ্নিত করেছেন। তাদের মতে, আগের গবেষণাগুলোতে গর্ভাবস্থার যেকোনো ধাপে অ্যাসিটামিনোফেনের সঠিক ব্যবহারে ভ্রূণের বিকাশে কোনো সরাসরি সমস্যা প্রমাণিত হয়নি।
বিশ্বের অন্যান্য বড় চিকিৎসক সংগঠন এবং বহু সরকারও টাইলোনল ব্যবহারের সুপারিশ করে থাকে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: