সোমবার, ২২শে সেপ্টেম্বর ২০২৫, ৭ই আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


যে শর্তে ট্রাম্পের সঙ্গে আলোচনায় রাজি কিম


প্রকাশিত:
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪১

আপডেট:
২২ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৫

ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ট্রাম্পের সঙ্গে তার 'সুন্দর স্মৃতি' আছে, আমেরিকা যদি পারমাণবিক নিরস্ত্রীকরণের দাবি প্রত্যাহার করে নেয় তবে তিনি আলোচনার জন্য প্রস্তুত।

ট্রাম্পের প্রথম মেয়াদে তিনবার উচ্চপর্যায়ের শীর্ষ সম্মেলনে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন কিম। এর পরে ২০১৯ সালে হানোইতে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক অস্ত্র নিয়ে কী ধরনের ছাড় দিতে প্রস্তুত তা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হলে দুদেশের মধ্যে আলোচনা ভেস্তে যায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের দাবি যে কিম তার নিষিদ্ধ অস্ত্র ত্যাগ করবেন,যা দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে প্রধান অসঙ্গতির বিষয় হয়ে দাঁড়িয়েছে। পিয়ংইয়ং-এর পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি জাতিসংঘের ধারাবাহিক নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি কিমের বরাত দিয়ে বলছে, ‘যদি মার্কিন যুক্তরাষ্ট্র পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রতি দাবি ত্যাগ করে এবং বাস্তবতা স্বীকার করে সত্যিই আমাদের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান চায়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে না বসার কোনো কারণ নেই।’

তিনি আরও বলেন, ‘আমি এখনও ব্যক্তিগতভাবে বর্তমান মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভালো স্মৃতি ধারণ করে রেখেছি।’

কিমের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন সিউলের নতুন উদারপন্থি সরকার ট্রাম্পকে কিমের সঙ্গে সংলাপ পুনরায় চালু করার জন্য নেতৃত্ব দেওয়ার আহ্বান জানাচ্ছে।

সূত্র: এনডিটিভি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top