বুধবার, ১৭ই সেপ্টেম্বর ২০২৫, ২রা আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


যুক্তরাষ্ট্রের চাপে নতি স্বীকার, ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে না জাপান


প্রকাশিত:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪০

আপডেট:
১৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫১

ছবি : সংগৃহীত

আপাতত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না জাপান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং ইসরায়েলের কঠোর অবস্থান এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

তবে টোকিও জানিয়েছে, সঠিক সময় ও প্রক্রিয়া বিবেচনায় নিয়ে বিষয়টি মূল্যায়ন অব্যাহত থাকবে। জাপানের গণমাধ্যমের বরাত দিয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, জাপান আপাতত ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং ইসরায়েলের কঠোর অবস্থান এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নাম প্রকাশ না করা সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে স্থানীয় দৈনিক আসাহি।

চলতি মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে যুক্তরাজ্য, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে, যা ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়েছে।

অন্যদিকে কিয়োদো নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র বিভিন্ন কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে জাপানকে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়ার জন্য চাপ দিয়েছে। অন্যদিকে, ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো গত সপ্তাহে জাপানি পররাষ্ট্রমন্ত্রীকে ফিলিস্তিনকে স্বীকৃতির জন্য জোরালোভাবে আহ্বান জানিয়েছিলেন।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়ায়া বলেন, টোকিও এখনো “সঠিক সময় ও প্রক্রিয়া বিবেচনা করে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি সমন্বিতভাবে মূল্যায়ন করছে।”

বুধবার এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাপানের মুখ্য মন্ত্রিসভা সচিব ইয়োশিমাসা হায়াশি একই বক্তব্য পুনরায় তুলে ধরেন। তবে তিনি গাজা নগরীতে ইসরায়েলি স্থল অভিযানের কারণে “গুরুতর সংকট” নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।”

একইসঙ্গে দুর্ভিক্ষসহ ভয়াবহ মানবিক সংকট দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নিতেও তিনি ইসরায়েলের প্রতি আহ্বান জানান।

তবে আসাহি জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুতে যে বৈঠক হবে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা তাতে যোগ দেবেন না।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top