বৃহঃস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫, ১৩ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


১২ দিনের যুদ্ধে ইরানের বিজয়ের মূল কারণ জাতীয় ঐক্য: সেনা মুখপাত্র


প্রকাশিত:
২৮ আগস্ট ২০২৫ ১৯:০৬

আপডেট:
২৮ আগস্ট ২০২৫ ২৩:২০

ছবি সংগৃহীত

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, জাতীয় ঐক্য, ইসলামি বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনেয়র প্রজ্ঞাবান নেতৃত্ব এবং সেনাবাহিনীর শক্তিই ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে ১২ দিনের যুদ্ধে ইরানের বিজয়ের মূল উপাদান।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহর নিউজ।

বুধবার গণমাধ্যমকর্মীদের সম্মান জানানো এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘জাতির অদম্য ইচ্ছাশক্তি, নেতার প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনা এবং সশস্ত্র বাহিনীর বীরত্বপূর্ণ সংগ্রাম ও আত্মত্যাগের ফলেই ১২ দিনের আরোপিত যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে।’

শেকারচি জোর দিয়ে বলেন, ‘দেশের সাহসী সেনারা এই যুদ্ধে জায়নিস্ট শত্রুকে পরাজিত করেছে।’

তিনি জানান, যুদ্ধ চলাকালে বহু পশ্চিমা দেশ ইসরাইলকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ইসরাইলি শাসনব্যবস্থার কোনো উপায় ছিল না, তাদের প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নিতে হয়েছে।

মিডিয়ার ভূমিকাও এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে উল্লেখ করেন শেকারচি। তিনি বলেন, ইরান পূর্ণমাত্রায় এক ‘‘হাইব্রিড যুদ্ধের’’ মুখোমুখি হয়েছিল, যেখানে শত্রুরা আধুনিক অস্ত্রশস্ত্র এবং বৈশ্বিক প্রভাবশালী মাধ্যম ব্যবহার করে এক সপ্তাহের মধ্যেই ইসলামি প্রজাতন্ত্রকে পতনের পরিকল্পনা করেছিল। তবে তাদের হিসাব ভুল প্রমাণিত হয়েছে।

তিনি আবারও স্মরণ করিয়ে দেন, ‘আল্লাহর ওপর ভরসা, নেতার প্রজ্ঞাবান নেতৃত্ব, জনগণের সর্বাত্মক সমর্থন এবং সশস্ত্র বাহিনীর অক্লান্ত প্রচেষ্টা’ ছিল এই বিজয়ের প্রধান চালিকাশক্তি।

সেনা মুখপাত্র আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী সর্বশক্তি দিয়ে দেশের জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সর্বদা প্রস্তুত।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top