সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


ট্রাম্প সত্যি নোবেল প্রাপ্য, বললেন আজারবাইজানের প্রেসিডেন্ট


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২৫ ১৬:৩৭

আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ০২:৩০

ছবি ‍সংগৃহিত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সত্যিই নোবেল পুরস্কার প্রাপ্য বলে মন্তব্য করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ ককাশাশে তার অবদান উল্লেখ করে আজারি প্রেসিডেন্ট বলেছেন ট্রাম্প ‘শান্তি চান’।

সংবাদমাধ্যম আল আরাবিয়াকে এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে আলিয়েভ বলেছেন, “আর্মেনিয়ার সঙ্গে আমরা প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেলের জন্য মনোনীত করেছি। তিনি সত্যিই নোবেল পুরস্কার প্রাপ্য।”

আগামী সপ্তাহে তার পূর্ণ সাক্ষাৎকারটি প্রকাশ করবে আল-আরাবিয়া।

এতে ট্রাম্প সম্পর্কে আলিয়েভ আরও বলেন, “তিনি আফ্রিকা, এশিয়া এবং দক্ষিণ ককেশাসে অলৌকিক কাজ করেছেন এবং এটি তার চরিত্র। তিনি শান্তি চান।”

“পশ্চিমা নেতাদের যে চিত্র সেটি থেকে ট্রাম্প সম্পূর্ণ আলাদা। কিন্তু খুবই বন্ধুত্বপূর্ণ। তিনি খুব উদার। তিনি এ সকল উপহার দিয়েছেন উদার বলেই। পরিকল্পনার চেয়ে বেশি দিয়েছেন। তিনি এমন একজন মানুষ যিনি অনেক কৃতিত্বের যোগ্য।”

ট্রাম্পের সঙ্গে সবসময় ইতিবাচক মনোভাব ছিল উল্লেখ করে আজারি প্রেসিডেন্ট আরও বলেন, “তার প্রতি আমার অবস্থান, একজন রাজনীতিবিদ হিসেবে, সবসময় ইতিবাচক ছিল। এমনকি তার প্রেসিডেন্টের প্রথম মেয়াদে, যদিও ওই সময় আমাদের সাক্ষাতের সুযোগ হয়নি। যখন ডিপ স্টেট তার জয় চুরি করল তখনও তার প্রতি আমার অবস্থান ইতিবাচক ছিল।”

আজারবাইজানের প্রেসিডেন্ট দাবি করেছেন, গত নির্বাচনের আগে ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিং পোস্ট, নিউইয়র্ক টাইমস, রেডিও লিবার্টিসহ কিছু ‘ভুয়া সংবাদমাধ্যম’ মিথ্যা প্রোপাগান্ডা চালিয়েছে। এছাড়া তার বিরুদ্ধেও এসব সংবাদমাধ্যম মিথ্য তথ্য ছড়িয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে গত ৮ আগস্ট ট্রাম্পে উপস্থিতিতে শান্তি চুক্তি করে দীর্ঘদিনের শত্রু দেশ আজারবাইজান ও আর্মেনিয়া।

১৯৮০ সালের দিকে আজারবাইজানের পাহাড়ি অঞ্চল নাগারনো কারাবাখ আজারবাইজান থেকে আর্মেনিয়ার সাহায্যে বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানকার বেশিরভাগ বাসিন্দা জাতিগত আর্মেনীয়। তবে ২০২৩ সালে আবারও এ ভুখণ্ডের পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পায় আজারবাইজান। এতে করে কারাবাখ থেকে জাতিগত হাজার হাজার আর্মেনীয় পালিয়ে যান। সূত্র: আল-আরাবিয়া

এসএন/রুপা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top