গাজায় পরিকল্পিত অনাহার অভিযান পরিচালনা করছে ইসরায়েল: অ্যামনেস্টি
প্রকাশিত:
১৮ আগস্ট ২০২৫ ১৮:০৭
আপডেট:
১৮ আগস্ট ২০২৫ ২১:০০

ইসরায়েল তাদের 'ইচ্ছাকৃত নীতির' মাধ্যমে গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সোমবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে সংস্থাটি বলেছে, 'ইসরায়েল গাজা উপত্যকায় একটি পরিকল্পিত অনাহার অভিযান পরিচালনা করছে।'
অ্যামনেস্টির প্রতিবেদনে বাস্তুচ্যুত ফিলিস্তিনি ও অপুষ্ট শিশুদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সাক্ষ্য তুলে ধরা হয়। সংস্থাটি বলেছে, 'পদ্ধতিগতভাবে ফিলিস্তিনিদের স্বাস্থ্য, কল্যাণ ও সামাজিক কাঠামো ধ্বংস করছে ইসরায়েল।'
প্রতিবেদন অনুযায়ী, গত ২২ মাসে ইসরায়েল যে পরিকল্পনা ও নীতি গ্রহণ ও বাস্তবায়ন করেছে, তার উদ্দেশ্যই হলো গাজায় ফিলিস্তিনিদের ওপর এমন জীবনযাপন চাপিয়ে দেওয়া, যা তাদেরকে শারীরিক ধ্বংস নিশ্চিত করে।
এই প্রতিবেদনটি গাজা শহরের তিনটি অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নেওয়া ১৯ জন বাস্তুচ্যুত ফিলিস্তিনি এবং দুটি হাসপাতালে কর্মরত দুই জন চিকিৎসকের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয়।
এ বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
গত সপ্তাহে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সিভিল বিষয়ক এক সংস্থা 'কোগাট' গাজায় ব্যাপক অপুষ্টির অভিযোগ অস্বীকার করে এবং স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া পরিসংখ্যানকে 'বিতর্কিত' বলে দাবি করে।
এর আগে এপ্রিল মাসে ইসরায়েলের বিরুদ্ধে 'লাইভ-স্ট্রিম করে গণহত্যা' চালানোর অভিযোগ তোলে অ্যামনেস্টি। তখনও ইসরায়েল এ অভিযোগকে 'স্পষ্ট মিথ্যা' বলে প্রত্যাখ্যান করে।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: