সোমবার, ১১ই আগস্ট ২০২৫, ২৭শে শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে একজন নিহত, আহত ২৯


প্রকাশিত:
১১ আগস্ট ২০২৫ ১০:৩২

আপডেট:
১১ আগস্ট ২০২৫ ১৩:৫৭

ছবি ‍সংগৃহিত

স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটের দিকে হওয়া ভূমিকম্পটি তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলসহ কয়েকটি প্রদেশে অনুভূত হয়েছে।

তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্পে একজন নিহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, রোববারের এই ভূমিকম্পে আরও ২৯ জন আহত হয়েছেন ও ১৬টি ভবন ধসে পড়েছে।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএফএডির বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫৩ মিনিটের দিকে হওয়া ভূমিকম্পটি তুরস্কের বৃহত্তম শহর ইস্তাম্বুলসহ কয়েকটি প্রদেশে অনুভূত হয়েছে।

ইয়ারলিকায়া জানিয়েছেন, জরুরি উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে ৮১ বছর বয়সী এক ব্যক্তিতে উদ্ধারের পর তিনি মারা যান।

গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের আর কোনো লক্ষণ না থাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান তখনকার মতো শেষ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এএফএডি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১১ কিলোমিটার গভীরে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) ভূমিকম্পটি ৬ দশমিক ১৯ মাত্রার ছিল এবং এর উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top