মঙ্গলবার, ২০শে মে ২০২৫, ৬ই জ্যৈষ্ঠ ১৪৩২

Shomoy News

Sopno


পশুর খাদ্য খাচ্ছেন গাজার মানুষ


প্রকাশিত:
২০ মে ২০২৫ ১৯:৩১

আপডেট:
২০ মে ২০২৫ ২২:৩১

ছবি সংগৃহীত

দখলদার ইসরায়েলের অবরোধের কারণে ফিলিস্তিনের গাজা উপত্যকার পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটেছে। গত আড়াই মাস ধরে সেখানে কোনো খাদ্য বা অন্য কিছু ঢুকতে দেয়নি ইহুদিবাদীরা। এতে করে গাজার মানুষ ব্যাপক খাদ্যাভাবে পড়েছেন।

পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে সেখানকার মানুষ পশুর খাবার ও বালুযুক্ত আটা খেতে বাধ্য হচ্ছেন। মঙ্গলবার (২০ মে) এমনই ভয়াবহ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

খাদ্যের অভাবে সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে শিশুরা। পশুর ও বালুযুক্ত খাবার খাওয়ায় তারা ডায়রিয়া ও চরম দুর্বলতায় ভুগছে।

গাজায় ইতিমধ্যে দুর্ভিক্ষ শুরু হয়েছে। এ কারণে দখলদার ইসরায়েলের ওপর চাপ বাড়ছে। জাতিসংঘের সমন্বিত খাদ্য নিরাপত্তা পর্যায় শ্রেণিবিভাগের (আইপিসি) তথ্য অনুযায়ী, যুদ্ধ ও ইসরায়েলের অবরোধের কারণে গাজার ৯ লাখ ৩০ হাজার শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। শুধুমাত্র এ বছরের মার্চের শুরু থেকে এখন পর্যন্ত খাবার না পেয়েছে সেখানে ৫৭ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আইপিসি বলেছে, দখলদাররা যদি অবরোধ অব্যাহত রাখে তাহলে প্রায় পাঁচ বছরের নিচের ৭১ হাজার শিশু আগামী ১১ মাসের মধ্যে তীব্র অপুষ্টিতে ভুগবে।

এমন পরিস্থিতিতে গাজা উপত্যকায় আজ প্রায় ১০০ ট্রাক ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে দখলদার ইসরায়েলে। আড়াই মাসের বেশি সময় ধরে গাজায় অবরোধ আরোপ করে রাখার পর গতকাল সোমবার তারা প্রথমবারের মতো গাজায় ত্রাণবাহী ট্রাক ঢুকতে দেয়। এদিন অবশ্য গাজায় প্রবেশ করে মাত্র পাঁচটি ট্রাক।

আজ ১০০টি ট্রাক প্রবেশের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘের মানবিক অফিস। সংস্থাটির মুখপাত্র জেনস লার্কে জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, “আমরা গাজায় আরও ট্রাক প্রবেশের অনুমতি চেয়েছি এবং পেয়েছি। যা গতকালের চেয়ে অনেক বেশি।” কতগুলো ট্রাক? এমন প্রশ্ন করলে তিনি বলেন, “প্রায় ১০০টি”।

গতকাল সোমবার করিম আবু সালেম ক্রসিং দিয়ে গাজায় ট্রাকগুলো ঢুকে। ইসরায়েলিরা এ নিয়েও মিথ্যাচার করেছে। তারা বলেছে গাজায় ৯টি ট্রাক ঢুকতে দেওয়া হয়েছে। কিন্তু জাতিসংঘের এ কর্মকর্তা নিশ্চিত করেছেন, দখলদাররা মাত্র পাঁচটি ট্রাক প্রবেশ করতে দেয়।

আজ গাজায় যেসব ত্রাণ ঢুকবে সেগুলো পুরোনো পদ্ধতি ব্যবহার করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন জেনস লার্কে। তিনি বলেছেন, “পরবর্তী কাজ হলো এগুলো সংগ্রহ করা। এরপর ত্রাণগুলো পুরোনো পদ্ধতিতে বিতরণ করা হবে। যেটি কার্যকর হিসেবে প্রমাণিত। নতুন করে যে ট্রাকগুলো ঢুকবে সেগুলোতে শিশুদের খাবার এবং পুষ্টিকর খাদ্যসামগ্রী রয়েছে।”

এদিকে গাজায় এতদিন জাতিসংঘ ও অন্যান্য আরও বেসরকারি সংস্থা ত্রাণ বিতরণের কাজটি করত। কিন্তু দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে নতুন একটি সংস্থা খুলে এগুলো বিতরণের কথা বলছে। কিন্তু এই পরিকল্পনা ব্যর্থ হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top