পাকিস্তানের হামলার আশঙ্কা
নিজেদের ৩২টি বেসামরিক বিমানবন্দর বন্ধ করল ভারত
প্রকাশিত:
১০ মে ২০২৫ ১১:৩৭
আপডেট:
১০ মে ২০২৫ ১৬:৩৪

পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলার পর নিজেদের ৩২টি বেসামরিক বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ করেছে ভারত। শনিবার ভোরের দিকে এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে ভারতের বেসামরিক বিমানবন্দর বিষয়ক কর্তৃপক্ষ দ্য এয়ারপোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এএআই) এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিএসি)।
বিবৃতিতে বলা হয়েছে, আগামী ১৫ মে পর্যন্ত এই ৩২টি বিমানবন্দরে সব ধরনের বিমানের উড্ডয়ন ও অবতরণ বন্ধ থাকবে।
এএআই এবং ডিজিসিএ’র তালিকায় থাকা এই ৩২টি বিমানবন্দর হলো—
১. আধামপুর বিমানবন
২. আম্বালা বিমানবন্দর
৩. অমৃতসর বিমানবন্দর
৪. অবন্তিপুর বিমানবন্দর
৫. বাথিন্দা বিমানবন্দর
৬. ভুজ বিমানবন্দর
৭. বিকানের বিমানবন্দর
৮. চণ্ডীগড় বিমানবন্দর
৯. হালওয়ারা বিমানবন্দর
১০. হিন্দন বিমানবন্দর
১১. জয়সালমির বিমানবন্দর
১২. জম্মু বিমানবন্দর
১৩. জামনগর বিমানবন্দর
১৪. যোধপুর বিমানবন্দর
১৫. কান্দলা বিমানবন্দর
১৬. কাঙ্গরা বিমানবন্দর
১৭. কেশোদ বিমানবন্দর
১৮. কিষাণগড় বিমানবন্দর
১৯. কুল্লু মানালি বিমানবন্দর
২০. লেহ বিমানবন্দর
২১. লুধিয়ানা বিমানবন্দর
২২. মুন্দ্রা বিমানবন্দর
২৩. নালিয়া বিমানবন্দর
২৪. পাঠানকোট বিমানবন্দর
২৫. পাতিয়ালা বিমানবন্দর
২৬. পোরবন্দর বিমানবন্দর
২৭. রাজকোট বিমানবন্দর
২৮. সারসাওয়া বিমানবন্দর
২৯. শিমলা বিমানবন্দর
৩০. শ্রীনগর বিমানবন্দর
৩১. দোইসে বিমানবন্দর
৩২. উত্তরলাই বিমানবন্দর
এই ৩২ বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধের পাশাপাশি দিল্লি-মুম্বাই ফ্লাইট ইনফরমেশন রিজিওনের (এফআইআর) ২৫টি এয়ার ট্র্যাফিক সার্ভিস রুটের সাময়িক বন্ধের মেয়াদ বাড়িয়েছে ডিজিসিএ। আগামী ১৫ মে পর্যন্ত বন্ধ থাকবে এই এয়ার ট্র্যাফিক সার্ভিস রুটগুলোও।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: