শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৮ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


বিশ্বে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়াল


প্রকাশিত:
২১ মার্চ ২০২০ ১৭:০৩

আপডেট:
২ আগস্ট ২০২৫ ১০:০৬

ফাইল ছবি

সারাবিশ্বে মহামারি আকার ধারণ করছে করোনা ভাইরাস। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ১১ হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত ১৮৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইতালিতে।সেখানেই গতি একদিনেই মারা গেছে প্রায় সাড়ে ৬শ জন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (২১ মার্চ) সকাল দশটা পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৯১২ জন।

চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে গত বছরের ডিসেম্বরে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। উৎপত্তিস্থল চীনে ৮০ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হলেও সেখানে ভাইরাসটির প্রাদুর্ভাব কমে গেছে। তবে বিশ্বের অন্যান্য দেশে এই ভাইরাসের প্রকোপ বাড়ছে।

চীনের বাইরে করোনা ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ১১ মার্চ পৃথিবীব্যাপী মহামারি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ওয়ার্ল্ড ওমিটারের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, চীনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৮১ হাজার ৮ জন। এদের মধ্যে নতুন আক্রান্তের সংখ্যা ৪১ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ২৫৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৭১ হাজার ৭৪০ জন।

চীনের পর সবচেয়ে বেশি করোনা আক্রান্ত হয়েছে ইতালিতে। সেদেশে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪৭ হাজার ২১ জন। চীনকে ছাড়িয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩২ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ১২৯ জন।

ইরানে ১৯ হাজার ৬৪৪ জন মানুষ আক্রান্ত হয়েছে। মারা গেছেন ১ হাজার ৪৩৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৭৪৫ জন।

স্পেনে করোনায় আক্রান্ত মৃতের সংখ্যা ১ হাজার ৪১। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২০ হাজার ৪১২ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৮৮ জন।


সম্পর্কিত বিষয়:

করোনা ভাইরাস চীন ইতালি

আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top