গত ২৪ ঘণ্টায় ১১ জনের করোনা শনাক্ত
প্রকাশিত:
৭ জুলাই ২০২৫ ২১:৩৭
আপডেট:
৮ জুলাই ২০২৫ ০০:০১

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ১১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
সোমবার (৭ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ৩৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক ২৯ শতাংশ। চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৪৩ জন করোনা আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২৪ জনের।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫২ হাজার ১৮৮ জনে। আর মৃত্যু হয়েছে মোট ২৯ হাজার ৫২৩ জনের।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথমবারের মতো তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম একজনের মৃত্যু হয়।
এছাড়া বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এ পর্যন্ত মোট ১ কোটি ৫৭ লাখ ৩৩ হাজার ৮৩৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা সংক্রমণ শুরুর পর থেকে দেশে মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। বর্তমানে করোনা থেকে সুস্থতার হার ৯৮ দশমিক ৪১ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: