হিরো আলমকে আইনি নোটিশ
প্রকাশিত:
২২ জুলাই ২০২২ ০২:৫৪
আপডেট:
৩ আগস্ট ২০২৫ ১৫:৩৬

রবীন্দ্র সংগীতসহ বিভিন্ন গান মিউজিক ভিডিও আকারে সামাজিক যোগাযোগমাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করার অভিযোগে আশরাফুল আলম ওরফে হিরো আলমকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এ নোটিশ পাঠান।
নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হিরো আলমের মিউজিক ভিডিও ‘আমারও পরান যাহা চায়’, ‘আমি শুনেছি সেদিন তুমি’ এবং ‘মোগোয়া জাগোম্বে’ গানগুলোকে ‘গণ-উৎপাত’ আখ্যা দিয়ে ৩০ দিনের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এছাড়াও নোটিশে ভবিষ্যতে মিউজিক ভিডিও নির্মাণের নামে বিকৃত ও অশুদ্ধ বাংলা শব্দ উচ্চারণ, অশ্লীল অঙ্গভঙ্গি ও নগ্ন বা অর্ধনগ্ন নৃত্য পরিবেশন এবং অশালীন পোশাকে দৃশ্য ধারণ করে প্রচার ও প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য হিরো আলমকে বলা হয়েছে।
সম্পর্কিত বিষয়:
হিরো আলম
আপনার মূল্যবান মতামত দিন: