মিকি মাউসকে জীবন্ত করতে ডিজনির বিলিয়ন ডলারের চুক্তি
প্রকাশিত:
১৪ ডিসেম্বর ২০২৫ ১৫:১৮
আপডেট:
১৫ ডিসেম্বর ২০২৫ ০৪:২৫
শৈশবের রঙিন স্মৃতি মিকি মাউস, সিন্ডারেলা কিংবা স্টার ওয়ার্সের লুক স্কাইওয়াকার- এই আইকনিক চরিত্রগুলো এবার কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর মাধ্যমে নতুনভাবে ‘জীবন্ত’ হতে যাচ্ছে। এ লক্ষ্যেই এআই প্রতিষ্ঠান ওপেনএআই-এর সঙ্গে এক বিলিয়ন ডলারের বড় বিনিয়োগ ও লাইসেন্সিং চুক্তি করেছে বিনোদন জায়ান্ট ওয়াল্ট ডিজনি।
ওপেনএআই জানিয়েছে, এই চুক্তির আওতায় তাদের ভিডিও জেনারেশন টুল ‘সোরা’ ব্যবহার করে ডিজনি, মার্ভেল, পিক্সার ও স্টার ওয়ার্সের ২০০টিরও বেশি জনপ্রিয় চরিত্র নিয়ে ভিডিও তৈরি ও শেয়ার করা যাবে। এটি ওপেনএআইয়ের প্রথম বড় পরিসরের লাইসেন্সিং চুক্তি, যেখানে টেক্সট প্রম্পট দিয়ে সহজেই ডিজনির চরিত্রগুলোকে প্রাণবন্ত ও বাস্তবসম্মত ভিডিওতে রূপ দেওয়া যাবে।
চুক্তিটি প্রাথমিকভাবে তিন বছরের জন্য করা হয়েছে। এর অংশ হিসেবে ডিজনি তাদের কর্মীদের জন্য চ্যাটজিপিটি ব্যবহার চালু করবে এবং নিজস্ব এআই সক্ষমতা আরও বাড়াবে। শুধু তাই নয়, ব্যবহারকারীদের তৈরি কিছু ‘সোরা’ ভিডিও ডিজনির স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস’-এ প্রকাশের সুযোগও থাকবে।
ডিজনির প্রধান নির্বাহী বব ইগার বলেন, ‘এই অংশীদারিত্ব জেনারেটিভ এআইয়ের মাধ্যমে ডিজনির গল্প বলার পরিসর বাড়াবে, একই সঙ্গে নির্মাতা ও তাদের কাজের সুরক্ষা নিশ্চিত করবে।’
বাজার বিশ্লেষকদের মতে, ওপেনএআই-এর সঙ্গে এই জোট ডিজনি ও এআই প্রতিষ্ঠানটি- উভয়ের জন্যই লাভজনক। এই চুক্তির ফলে ডিজনি তাদের জনপ্রিয় চরিত্রগুলোকে এআই-এর জগতে নিয়ে যেতে পারবে। অন্যদিকে, এই চুক্তির ফলে ওপেনএআই একটি বিশাল সংখ্যক জনপ্রিয় চরিত্রকে তাদের প্ল্যাটফর্মে যুক্ত করে তাদের গ্রহণযোগ্যতা আরও বাড়াতে পারবে।
সম্পর্কিত বিষয়:



আপনার মূল্যবান মতামত দিন: