মঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৫, ৮ই আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


ক্যাটরিনা-ভিকির ঘরে আসছে নতুন অতিথি


প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০০

আপডেট:
২৩ সেপ্টেম্বর ২০২৫ ২০:০০

ফাইল ছবি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ মা হতে চলেছেন- বেশ কয়েকদিন ধরে আলোচনায় এই খবর। এরই মধ্যে মঙ্গলবার সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করে সুখবরটি দিলেন অভিনেত্রী; পোস্ট করার পর থেকেই তা ভক্ত-অনুরাগীদের মাঝে ছড়িয়ে পড়েছে উচ্ছ্বাস।

ছবিতে দেখা যায়, স্বামী ভিকি কৌশলের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে থাকা একটি ছবি ধরে আছেন ভিকি-ক্যাট দুজনেই। সেই ভেতরের সাদাকালো ছবিতে স্পষ্ট হয় ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি। ক্যাপশনে ক্যাটরিনা লেখেন, ‘আনন্দ আর কৃতজ্ঞতায় ভরা হৃদয় নিয়ে আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হওয়ার পথে।’

দীর্ঘদিন ধরেই ক্যাটরিনা কাইফের মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। এই বিষয়ে তারকা দম্পতি এতদিন কোনো মন্তব্য করেননি। অবশেষে পোস্টটির মাধ্যমে তারা নিজেরাই এই সুখবরটি নিশ্চিত করলেন।

ক্যাটরিনা-ভিকির ঘরে সন্তান আগমনের খবরে তাদের সহকর্মী ও ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। অভিনেত্রী জাহ্নবী কাপুর, নেহা ধুপিয়াসহ অনেকেই অভিনন্দন জানিয়েছেন। নেটিজেনরাও নানা মন্তব্য করে নতুন অতিথির আগমনকে স্বাগত জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২১ সালে রাজস্থানের একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল। আগামী ডিসেম্বরে তাদের চতুর্থ বিবাহবার্ষিকী। এর আগেই তাদের সংসারে নতুন সদস্য যোগ হতে যাচ্ছে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top