শনিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৫, ৫ই আশ্বিন ১৪৩২

Shomoy News

Sopno


হানিয়ার সঙ্গে যেভাবে দেখা করতে পারবেন ভক্তরা


প্রকাশিত:
২০ সেপ্টেম্বর ২০২৫ ১০:৪০

আপডেট:
২০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০০

ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো ঢাকায় এসেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তার এই সফরে ভক্তদের সাথে দেখা এবং মতবিনিময়ও করবেন এই তারকা।

গত বৃহস্পতিবার রাতে সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় আসেন হানিয়া। বাংলাদেশে আসার খবর তিনি নিজেই সামাজিক মাধ্যমে শেয়ার করেন।

পরদিন শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে বাংলায় ক্যাপশন দেন, ‘আসসালামু আলাইকুম, বাংলাদেশ কেমন আছো?’—এভাবেই ভক্তদের উদ্দেশে উষ্ণ শুভেচ্ছা জানান তিনি।

জানা গেছে, শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকার বিলাসবহুল শেরাটন হোটেলে একটি বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হানিয়া। তিনি আশা করছেন, বাংলাদেশের ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেয়ে এ সফর তার জন্য স্মরণীয় হয়ে উঠবে।

তবে ভক্তরা কীভাবে হানিয়ার সঙ্গে দেখা করতে পারবেন, সেটি আগেই জানিয়েছে আয়োজক সানসিল্ক। একটি ‘গেট রেডি উইথ মি’ ভিডিও বানিয়েই হানিয়া আমিরের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ মিলবে।

কীভাবে অংশগ্রহণ করবেন, তার নিয়মাবলি একটি ভিডিওতে জানিয়েছে সানসিল্ক। ভিডিওটি বানাতে প্রয়োজন তিনটি ধাপ।

প্রথমত আপনার সেরা কালো পোশাকটি বেছে নিন। দ্বিতীয়ত সানসিল্ক ব্ল্যাক শাইন ব্যবহার করে চুলকে দিন ঝলমলে উজ্জ্বলতা। সাথে আপনার উজ্জ্বল গহনা, ব্যাগ আর জুতা বেছে নিতে ভুল করবেন না। তৃতীয়ত এই সাজের একটি সুন্দর ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে পোস্ট করে ফেলুন।

এই সহজ তিনটি ধাপ অনুসরণ করে আপনিও অংশ নিতে পারেন এ প্রতিযোগিতায় এবং জিতে নিতে পারেন হানিয়া আমিরের সঙ্গে সাক্ষাতের সুযোগ।

এছাড়াও আগামী ২১ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির। এরপর ফিরে যাবেন নিজ দেশ পাকিস্তানে।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top