মুখ খুলল অভিনেতার টিম
রজনীকান্তের সিনেমায় আমিরের অভিনয় নিয়ে বিতর্ক
প্রকাশিত:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪৮
আপডেট:
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩০

গত ১৪ আগস্ট মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত দক্ষিণী সিনেমা ‘কুলি’। মুক্তির পর এখন পর্যন্ত বক্স অফিসে সিনেমাটি ৫০০ কোটির ব্যবসা করেছে।
এই সিনেমায় বরাবরের মতোই অভিনয়ে স্বকীয়তা বজায় রেখেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। সেখানে একগুচ্ছ দক্ষিণী অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে দেখা গেছে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে।
সম্প্রতি এই ছবিতে আমির অভিনীত চরিত্র নিয়ে তৈরি হয় নানা জল্পনা। ‘কুলি’ ছবিতে ‘দহ’ নামে ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন আমির। এই চরিত্র নিয়ে আমিরের ভাষ্য, রজনীকান্তের সঙ্গে অভিনয় করে নিজেকে ধন্য মনে করেছিলেন তিনি। তবে সম্প্রতি আমিরের এক আর্টিকেল ভাইরাল হয়; তাতে এই সিনেমায় অভিনয়কে আমির তার অভিনয় জীবনের একটি বড় ভুল বলে উল্লেখ করেন বলে দাবি নেটিজেনদের। এবার এমন গুঞ্জনে জল ঢালল অভিনেতার টিম।
আমিরের টিমের পক্ষ থেকে বলা হয় যে এমন কোনো মন্তব্য তিনি করেননি বা এমন কোনও উক্তিও তিনি কোনো সাক্ষাৎকারে বলেননি।
অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘কুলি’ ছবিতে আমিরের ফার্স্ট লুক প্রকাশ্যে আসার পর থেকেই তাকে শুভেচ্ছায় ভরিয়েছিলেন দর্শক। সেখানে তাকে দেখা যাচ্ছিল এক্কেবারে রাফ অ্যান্ড টাফ লুকে। সাদা কালো ছবিতে ফুটে উঠেছিল আমিরের এক আলাদা অভিব্যক্তি। চোখে সানগ্লাস, মুখে চুরুট নিয়ে ধূমপান করছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। আমিরের এই লুক প্রকাশ্যে আসার পর তাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: