শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫, ২৯শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


ভবন থেকে পড়ে ৩৭ বছর বয়সী চীনা অভিনেতার মর্মান্তিক মৃত্যু


প্রকাশিত:
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৯

আপডেট:
১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৪৩

ছবি- সংগৃহীত

চীনের জনপ্রিয় গায়ক, অভিনেতা এবং মডেল ইউ মেংলং আর নেই। মাত্র ৩৭ বছর বয়সে মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে তার। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেইজিংয়ে এক ভবন থেকে পড়ে প্রাণ হারান এই তারকা। গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেছে অভিনেতার এজেন্সি। খবরটি প্রকাশ্যে আসতেই শোকের আবহ নেমে এসেছে চীনসহ পূর্ব এশিয়ার বিনোদন অঙ্গনে।

অফিসিয়াল বিবৃতি আসার আগেই একজন পাপারাজ্জি ইউ-এর মৃত্যুর খবরটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাতে লেখা ছিল, ‘আজ আমি খবর পেয়েছি যে ইটারনাল লাভ এবং গো প্রিন্সেস গো-এর প্রধান অভিনেতা ইউ মেংলং বেইজিংয়ে একটি ভবন থেকে পড়ে মারা গেছেন। একজন অভ্যন্তরীণ ব্যক্তি আমাকে জানিয়েছেন যে ইউ মেংলং ৯ সেপ্টেম্বর এক বন্ধুর বাড়িতে ৫-৬ জন ভালো বন্ধুর সাথে খাবার খাচ্ছিলেন। ১১ সেপ্টেম্বর রাত ২টার দিকে ইউ মেংলং ঘুমাতে শোবার ঘরে যান এবং ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। সকাল ৬টার দিকে, যখন তার বন্ধুরা চলে যাচ্ছিলেন তারা তাকে দেখতে পাননি। যখন তারা নীচে যান, তখন তারা তার মৃতদেহ দেখতে পান। কুকুরকে নিয়ে হাঁটতে থাকা এক প্রতিবেশী এটি দেখতে পান এবং পুলিশকে ফোন করেন। পুলিশ ইতিমধ্যেই এটিকে ফৌজদারি মামলা বলে উড়িয়ে দিয়েছে। কারণটি এখনও তদন্ত করা হচ্ছে।’

আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘আজ সকালে আমি একটি খবর পেয়েছি যে বেইজিংয়ের একটি ভবন থেকে পড়ে ইউ মেংলং মারা গেছেন। যখন আমি ঘটনাটি ঘটেছে সেই পাড়ায় গিয়েছিলাম, তখন দেখলাম ভবনের ৫ম তলার জানালা ভাঙা ছিল। এরপর আমি পাড়ার একজন কর্মীর সাক্ষাৎকার নিই এবং তারা নিশ্চিত করে যে ভবন থেকে পড়ে মারা যাওয়া ব্যক্তিটি আসলে পুরুষ তারকা ইউ মেংলং। ঘটনাটি ১১ তারিখ ভোর ৫টায় ঘটে। ইউ মেংলং ৫ম তলা থেকে পড়ে যান এবং কংক্রিটের মেঝেতে ধাক্কা খেয়ে তাৎক্ষণিকভাবে মারা যান।’

তবে তিনি সেই পোস্ট অল্প সময়ের মধ্যে মুছেও ফেলেন। কিন্তু ততক্ষণে এই মৃত্যুর খর নিয়ে ধোয়াসা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

প্রসঙ্গত, অভিনেতা ইউ মেংলং ২০০৭ সালে তার ক্যারিয়ার শুরু করেন প্রতিভা অন্বেষণভিত্তিক রিয়েলিটি শো ‘মাই শো, মাই স্টাইল’-এ অংশগ্রহণের মাধ্যমে। এরপর তিনি দ্য লিটল প্রিন্স (২০১১) শর্ট ফিল্মে আত্মপ্রকাশ করেন। ইউ বেশ কয়েকটি চীনা সিরিজে অভিনয় করেছিলেন, যেমন গো প্রিন্সেস গো, লাভ গেম ইন ইস্টার্ন ফ্যান্টাসি, ফিউড এবং ইটারনাল লাভ। তিনি বেশ কয়েকটি সঙ্গীত প্রকল্পও প্রকাশ করেছিলেন।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top