রবিবার, ৭ই সেপ্টেম্বর ২০২৫, ২৩শে ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


গোপনে বাগদান সেরেছেন বিজয়-রাশমিকা?


প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৫

আপডেট:
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৮

ছবি ‍সংগৃহিত

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানার প্রেম নিয়ে সামাজিক মাধ্যমে দীর্ঘদিন ধরে চলছে জল্পনা। এবার সেই সম্পর্কে কি সিলমোহর দিয়েই দিলেন এ তারকা জুটি। ইতোমধ্যে নাকি বাগদান সেরেছেন তারা।

এতদিন ধরে এ তারকা জুটির সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে জল্পনা জারি থাকলেও দুজনেই মুখে কুলুপ এঁটে রাখেন। একসঙ্গে বেড়াতে গিয়ে একই জায়গা থেকে ছবি শেয়ার করেছেন বহুবার। কিন্তু পরস্পরের সঙ্গে কোনো ছবি শেয়ার করেননি তারা। যদিও রাশমিকা মনের অনুভূতি আটকে রাখতে পারেন না বলে মনে করেন তার অনুরাগীরা।

বিজয়ের প্রসঙ্গ উঠলেই তার একগাল হাসি বুঝিয়ে দেয় সব কিছু। অন্যদিকে বিজয়ও জানিয়েছিলেন— তিনি একটি সম্পর্কে আছেন। কিন্তু কার সঙ্গে, তা খোলাসা করেননি। তখনই অবশ্য দুইয়ে দুইয়ে চার করে নিয়েছিলেন অনুরাগীরা।

এর মধ্যেই ভাইরাল হয়েছে রাশমিকা মান্দানার কিছু ছবি। সেখানে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পরনে সাদা শার্ট ও নীল রঙের ডেনিম। চোখে রোদচশমা। মাথায় খোঁপা। স্নিগ্ধ সাজের মধ্যে অনুরাগীদের নজর পড়ে তার আঙুলে। অনামিকায় হীরের আংটি। এ আংটি ঘিরেই তৈরি হয়েছে ভক্ত-অনুরাগীদের কৌতূহল। তবে কি গোপনে বিজয়ের সঙ্গে বাগদান সেরেছেন রাশমিকা মান্দানা?

এর আগে জুন মাসেই খবর ছড়িয়ে পড়ে— বিজয় ও রাশমিকা নাকি বিয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন। অভিনেত্রী তার সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছিলেন। অভিনেত্রীর পরনে কাঁচাহলুদ ও গোলাপি রঙের শাড়ি ছিল। তার সঙ্গে একেবারে সাবেক সাজ। এ ছবি দেখেই বিয়ের জল্পনা শুরু হয়েছিল।

সেই ছবির সঙ্গে রাশমিকা মান্দানা লিখেছিলেন—এই ছবিতে সব কিছু আমার খুব প্রিয়। শাড়ির রং, গোটা আবহ এবং যে সুন্দরী নারী আমাকে এই শাড়ি উপহার দিয়েছেন, তিনিও আমার খুব প্রিয়। যে ছবিগুলো তুলে দিয়েছে, সেই চিত্রগ্রাহকও আমার খুব প্রিয়। এ ছবির কোনো বিকল্প নেই।

নেটিজেনদের চোখ এড়ায় না কিছুই। তারা চেনেন বিজয় দেবেরাকোন্ডার বাড়ির অন্দরমহল। প্রায়ই এই একই জায়গায় থেকে ছবি তুলে সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন অভিনেতা। তাই তারা নিশ্চিত— এ বাড়ি বিজয়েরই। তাহলে বাগদান সেরে খুব শিগগির বিয়ের পিঁড়িতে দক্ষিণী তারকাজুটি?


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top