উত্তরাখণ্ডের ৫ সুন্দরী অভিনেত্রী, যারা বলিউডে ছড়িয়েছে উজ্জ্বলতা
প্রকাশিত:
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:২৪
আপডেট:
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১১

উত্তরাখণ্ড, প্রাকৃতিক সৌন্দর্যের দেশ, শুধু পর্যটককেন্দ্র নয়- এ রাজ্য থেকে এসেছে বলিউডের কয়েকজন উজ্জ্বলতা ছড়ানো অভিনেত্রী। উর্বশী রাউতেলা, আনুশকা শর্মা, হুমা কুরেশি, রাগিনী নন্দওয়ানী থেকে কাইনাত অরোরা- এই পাঁচজন অভিনেত্রী রাজ্যকে গৌরবান্বিত করেছেন এবং ভারতীয় সিনেমায় নিজস্ব পরিচিতি তৈরি করেছেন।
উত্তরাখণ্ডকে প্রায়ই দেবভূমি হিসেবে আখ্যায়িত করা হয়। এখানে শুধু পাহাড়ি সৌন্দর্য ও আধ্যাত্মিকতা নয়, জন্ম ও বংশসূত্রে এই রাজ্য দিয়েছে বলিউডের কিছু অন্যতম নায়িকাকে। এই অভিনেত্রীদের সৌন্দর্য, প্রতিভা এবং চার্ম দর্শক মন জয় করেছে। চলুন, জেনে নিই বলিউডের সেই পাঁচজন উত্তরাখণ্ডের নায়িকাকে-
উর্বশী রাউতেলা
হরিদ্বারে জন্ম নেয়া উর্বশী রাউতেলা রাজ্যের সবচেয়ে পরিচিত মুখ। মিস ডিভা ইউনিভার্স হিসাবেও তিনি সুপরিচিত। উর্বশী ‘সনম রে’, ‘গ্রেট গ্র্যান্ড মস্তি’, এবং ‘হেট স্টোরি ৪’-এর মতো ছবিতে অভিনয় করেছেন, পাশাপাশি জনপ্রিয় মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে।
হুমা কুরেশি
যদিও হুমা কুরেশি দিল্লিতে জন্মগ্রহণ করেছেন, তাঁর বংশোদ্ভূত পরিবার উত্তরাখণ্ডের। বহুমুখী প্রতিভা ও প্রাকৃতিক অভিনয়ের মাধ্যমে তিনি ‘গ্যাংস অফ ওয়াসেপুর’, ‘বদলাপুর’, এবং ‘মহারানি’-তে দর্শকদের মন জয় করেছেন। হুমা বলিউডে নতুন সৌন্দর্য মানদণ্ড স্থাপন করেছেন আত্মবিশ্বাস ও সুন্দরভাবে।
রাগিনী নন্দওয়ানী
দেঁড়াদুনের রাগিনী নন্দওয়ানী প্রথমে টেলিভিশনে কাজ শুরু করেছিলেন এবং পরে সিনেমায় পা রেখেছেন। ‘মিসেস কৌশিক কি পাঁচ বউ’ ধারাবাহিকের মাধ্যমে তিনি খ্যাতি লাভ করেন। ‘দেঁড়াদুন ডায়েরি’সহ বেশ কিছু দক্ষিণী সিনেমাতেও তিনি কাজ করেছেন, দর্শকদের আকর্ষণ করেছেন তাঁর অভিনয় ও মনোমুগ্ধকর উপস্থিতি দিয়ে।
কাইনাত অরোরা
উত্তরাখণ্ডের সাহারানপুরের কাইনাত অরোরা ‘গ্র্যান্ড মস্তি’ ছবিতে বলিউডে আত্মপ্রকাশ করেন। তিনি তাঁর সাহসী স্টাইল ও গ্ল্যামারাস ব্যক্তিত্বের জন্য পরিচিত। কাইনাতের যাত্রা প্রমাণ করে, উত্তরাখণ্ড নতুন প্রতিভার জন্য অনুপ্রেরণার উৎস।
আনুশকা শর্মা
নিজ প্রজন্মের অন্যতম সফল অভিনেত্রী আনুশকা শর্মারও উত্তরাখণ্ডের সঙ্গে সম্পর্ক। আয়োধ্যায় জন্মগ্রহণ করলেও বেঙ্গালুরুতে বড় হয়েছেন, তাঁর মায়ের বংশধর গড়ওয়াল। ‘রব নে বানাদি জোড়ি’, ‘পিকে’, ‘সুলতান’-এর মতো ছবিতে তিনি অভিনয় করেছেন। অভিনেত্রী ও প্রযোজক হিসেবে আনুশকা বলিউডে সুপরিচিত।
এই অভিনেত্রীরা প্রমাণ করেছেন যে, উত্তরাখণ্ড শুধু পাহাড় ও আধ্যাত্মিকতার দেশ নয়; এটি এমন একটি ভূমি যেখানে সৌন্দর্য, প্রতিভা এবং উচ্চাকাঙ্ক্ষা জন্মায়। উর্বশী রৌতেলা থেকে আনুশকা শর্মা- এই সব অভিনেত্রী বলিউডে নিজেদের চিহ্ন রেখে গেছেন এবং নিজেদের মাতৃভূমির গৌরব বহন করেছেন।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: