দত্তক-সারোগেসিতে ৩ সন্তান, কেন নিজে গর্ভধারণ করেননি সানি লিওন
প্রকাশিত:
৩০ আগস্ট ২০২৫ ১৯:০৭
আপডেট:
৩১ আগস্ট ২০২৫ ০৩:৫৯

বলিউড অভিনেত্রী সানি লিওন এখন তিন সন্তানের মা। তবে তিনটি সন্তানই এসেছেন ভিন্ন ভিন্ন পথে—প্রথম কন্যাসন্তান দত্তক, পরের যমজ সন্তানের মা হয়েছেন সারোগেসির মাধ্যমে।
কিন্তু প্রশ্ন রয়ে গেছে, কেন নিজে সন্তান ধারণ করলেন না সানি? সেই উত্তরই দিলেন সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে।
পডকাস্টের শুরুতেই সোহা বলেন, “আজকের পর্বে আমরা বাবা-মা হয়ে ওঠার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করব।”
এ সময় সানি জানান, ছোটবেলা থেকেই তার সন্তান দত্তক নেওয়ার ইচ্ছে ছিল। সেই ভাবনা থেকেই ২০১৭ সালে ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে মিলে দত্তক নেন কন্যা নিশাকে। পরের বছরই সারোগেসির মাধ্যমে জন্ম নেয় যমজ ছেলে নোয়া ও অ্যাশর।
নিজে সন্তান ধারণ না করার কারণ জানাতে গিয়ে সানি বলেন, তিনি কখনোই সন্তান গর্ভে ধারণ করতে চাননি। সারোগেসির মাধ্যমেই সন্তানের মা হতে চেয়েছেন।
অভিনেত্রী জানালেন, সারোগেট মাকে প্রতি সপ্তাহে একটি মোটা অংকের টাকা দেওয়া হতো। সেই টাকায় ওই নারী একটি বাড়ি কিনে ফেলেন, এমনকি জমকালোভাবে বিয়েও করেন।
পডকাস্টে তাদের সঙ্গে ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিরণ কোয়েলহো। তিনি মহিলাদের স্বাস্থ্য ও মাতৃত্ব নিয়ে কথা বলেন। আর সানি জানান, পরিবার গঠনের পথ ভিন্ন হলেও মাতৃত্বের অনুভূতি সবার জন্য সমান।
উল্লেখ্য, ২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেন সানি লিওন। তখন দু’জনই প্রাপ্তবয়স্ক কনটেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন। এরপর মূলধারার সিনেমায় আসেন সানি। বর্তমানে তিন সন্তান নিয়েই ব্যস্ত তার সংসার।
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: