সোমবার, ২৫শে আগস্ট ২০২৫, ৯ই ভাদ্র ১৪৩২

Shomoy News

Sopno


‘বাজেভাবে স্পর্শ করছিল, পেছনে ফিরেই ঘুষি মারতে শুরু করলাম’


প্রকাশিত:
২৪ আগস্ট ২০২৫ ১৬:৩৮

আপডেট:
২৫ আগস্ট ২০২৫ ০১:১১

ছবি সংগৃহীত

সালমান খানের ‘জয় হো’ সিনেমা দিয়ে ২০১৪ সালে বলিউডে পদার্পণ করেছিলেন অভিনেত্রী ডেইজি শাহ। এরপর বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন তিনি। এবার আলোচনায় এসেছেন এক খোলামেলা স্বীকারোক্তির কারণে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের জীবনের দু’টি ভয়াবহ যৌন হয়রানির ঘটনা প্রকাশ করেছেন। একটি ঘটেছিল নিজের শহর ডোম্বিভলিতে, অন্যটি একটি ছবির সেটে জয়পুরে।

ডেইজি জানান, ডোম্বিভলিতে তিনি ফুটপাথে হাঁটার সময় হঠাৎ এক ব্যক্তি তাকে বাজেভাবে স্পর্শ করে চলে যায়। তবে ভিড়ের কারণে কে এমনটা করেছিল, তা বুঝে উঠতে পারেননি। ক্ষোভে ফেটে পড়লেও সেদিন প্রতিবাদ করতে পারেননি তিনি।

কিন্তু জয়পুরে শুটিং সেটে ফের একই ঘটনার শিকার হলে মুখ বুজে থাকতে পারেননি অভিনেত্রী। তার ভাষায়— “আমরা জয়পুরের একটি বিখ্যাত মহলে গানের শুট করছিলাম। প্রায় ৫০০ দর্শক আর ২০০ নৃত্যশিল্পীর ভিড় ছিল। প্যাক-আপের সময় সবাই একসঙ্গে বের হতে গিয়ে ঠেলাঠেলি শুরু হয়। তখনই কেউ আমার নিতম্বে বাজেভাবে স্পর্শ করে। আমি এতটাই রেগে যাই যে পেছনে না তাকিয়ে লোকজনকে ঘুষি মারতে শুরু করি। যাকে দেখলাম, তাকেই মারলাম, কারণ আমি খুব রেগে গিয়েছিলাম।”

পরিস্থিতি আরও জটিল হয় প্যাক-আপের পর। এক স্থানীয় ব্যক্তি তাকে শাস্তি দেওয়ার হুমকি দিলে ডেইজি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন। তিনি বলেন— “আমি তাকে মারলাম কারণ সে ঠিক মতো কথা বলছিল না এবং আমার নারী হওয়াকে দুর্বলতা ভেবেছিল। আমি তাকে বলেছিলাম—সাহস থাকলে সামনে আসো, মুখ দেখাও, তারপর কিছু করার চেষ্টা করো।”

ডেইজি শাহকে সর্বশেষ দেখা গেছে ২০২৩ সালে মুক্তি পাওয়া মিস্ট্রি অব দ্য ট্যাটু ছবিতে। বর্তমানে তিনি নতুন কোনো প্রজেক্টে যুক্ত হননি।


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top