১৭ বছর পর যুক্তরাষ্ট্র সফরে আসিফ
প্রকাশিত:
১৯ আগস্ট ২০২৫ ১১:০৪
আপডেট:
১৯ আগস্ট ২০২৫ ১১:১০

বাংলা সংগীতের ‘যুবরাজ’ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর। রাজত্বটা ফিতার ক্যাসেটের যুগে শুরু হয়েছিল। তারপর কেটে গেছে লম্বা সময়। অসংখ্যা জনপ্রিয় গান উপহার দিয়েছেন। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে আওয়ামী লীগ সরকারের শাসনামলে সব ধরনের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
দেশ ও দেশের বাইরে ওপেন কনসার্টে অংশ নিতে পারেননি। এবার যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন আসিফ ও তাঁর দল ‘‘দি এ টিম’। প্রায় দেড় মাসের সংগীতসফরে ৩০ আগস্ট দেশ ছাড়বেন আসিফ আকবর ও তাঁর দল।
দীর্ঘ ১৭ বছর পর গান গাইতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন আসিফ। তিনি বলেন, ‘যাঁদের সঙ্গে দেশে গান গাই, তাঁদের সঙ্গে বিদেশেও গান গাই। তাঁরা আমার সম্মানিত মিউজিশিয়ান, আমরা দি এ টিম। ২০০৬-০৭ সালে ল্যাপটপ মিউজিকের প্রাদুর্ভাব বেড়ে গেলে পশ্চিমা দেশগুলোর কনসার্টে যন্ত্রশিল্পীদের যাওয়া বন্ধ হয়ে যায়। আমিও সিদ্ধান্ত নিয়েছি ‘দি এ টিম’ দেশে ফেলে রেখে বিদেশে কনসার্ট করব না। ধৈর্য ধরেছি, সফলও হয়েছি। ১৭ বছর পর ৩০ আগস্ট আমেরিকার বাফেলোতে ঐতিহ্যবাহী ফোবানা কনভেনশনের মাধ্যমে ‘দি এ টিম’ আবারও অভিষিক্ত হতে যাচ্ছে।’
এই সফরে এখন পর্যন্ত ১০টি কনসার্টে গান গাওয়ার কথা চূড়ান্ত করেছেন তিনি। তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন আসিফ। গায়কের ভাষ্য, ‘সফর দুই মাসের হলেও এত দিন দেশের বাইরে থাকা আমার পক্ষে অসম্ভব। তাই পুরো সেপ্টেম্বরে আমেরিকার বিভিন্ন স্টেটে অন্তত ১০টি কনসার্টে গাইব বলে আশা করছি। চেষ্টা করব অক্টোবরের প্রথম সপ্তাহে দেশে ফিরতে। তবে একান্তই সম্ভব না হয়, যদি কনসার্টের সংখ্যা বেড়ে যায়, তবে ফিরতে কিছুটা দেরি হতে পারে।’
‘দি এ টিমে’ আসিফের সঙ্গে টিম লিডার হিসেবে এবং কি-বোর্ডে থাকছেন উজ্জ্বল সিনহা, লিড গিটারে শামু বড়ুয়া, ড্রামসে বিকাশ রায় এবং বেজ গিটারে নাদিমুর রহমান। সংগীতসফরটির আয়োজন করছে গ্যালাক্সি মিডিয়া। বাংলাদেশ থেকে সমন্বয় করছেন রূপকথা প্রোডাকশনসের এনামুল কবীর সুজন।
এসএন/রুপা
সম্পর্কিত বিষয়:
আপনার মূল্যবান মতামত দিন: