বৃহঃস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫, ১৬ই শ্রাবণ ১৪৩২

Shomoy News

Sopno


অভিনেতা নয়, নেতার ছেলের প্রেমে পড়েছেন সাইফকন্যা!


প্রকাশিত:
৩০ জুলাই ২০২৫ ১৪:৫৫

আপডেট:
৩১ জুলাই ২০২৫ ১৮:৫১

ছবি সংগৃহীত

‘কেদারনাথ’ ছবির মাধ্যমে ২০১৮ সালে বলিউডে পা রাখেন পতৌদির ছোট নবাব বলিউড তারকা সাইফ আলি খানের কন্যা সারা আলি খান। সম্প্রতি ‘মেট্রো ইন দিনো’-এর সাফল্যের পর আবারও নেটিজেনদের মাঝে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সারা। তার জনপ্রিয়তা যেমন বাড়ছে, একই সঙ্গে ঘটছে তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা।

অভিনেত্রী ছোট থেকেই কার কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তা নির্দ্বিধায় বাবার সামনে বসেই অকপটে বলতে পারেন। ব্যক্তিগত জীবন নিয়ে কোনো রাখঢাক নেই সাইফকন্যার। নিজের প্রথম ছবি মুক্তির আগেই জানিয়েছিলেন- অভিনেতা কার্তিক আরিয়ানকে তার পছন্দ। এর পর তার সঙ্গে ছবি করা থেকে শুরু করে প্রেম- সবটাই হয়েছে। যদিও শেষে গিয়ে টেকেনি তাদের সেই সম্পর্ক। এরপর শোনা যায়, আরেক প্রেমিক বীর পাহাড়িয়ার কাছেই নাকি ফিরে গেছেন সারা আলি খান। এবার শোনা যাচ্ছে নায়িকার নতুন প্রেমের গুঞ্জন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, বলিপাড়ায় গুঞ্জন সাইফ কন্যার জীবনে এসেছে নতুন প্রেম। অভিনেত্রী নাকি তার চর্চিত প্রেমিকের সঙ্গে বিনোদন জগৎ থেকে দূরে শান্তিময় সময় কাটাচ্ছেন।

একটি গুরুদ্বারে সারা আলি খানকে মডেল অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে দেখা গেছে। ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, অর্জুন আর সারা একসঙ্গে সময় কাটাচ্ছেন যেখানে তাদের অন্য কোনো বন্ধুকে দেখা যায়নি। এই ভিডিওটি তাদের গোপনে ডেটিং করার গুঞ্জনকে আরও উসকে দিয়েছে।

পাপারাজ্জির পেজে শেয়ার করা ভিডিওতে সারাকে সাদা স্যুটে দেখা গেছে, মাথা ওড়না দিয়ে ঢাকা। তার পিছনেই ছিলেন চর্চিত প্রেমিক অর্জুন। যদিও দু’জনকে একসঙ্গে ক্যামেরাবন্দী হতে দেখা যায়নি, তবুও সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ইতোমধ্যেই তাদের ‘সেরা জুটি’ বলে অভিহিত করেছেন।

সারা-অর্জুনের ডেটিংয়ের গুঞ্জন প্রথম শুরু হয়েছিল ২০২৪ সালের অক্টোবর মাসে। সেসময় দু’জনে একসঙ্গে কেদারনাথ বেড়াতে গিয়েছিলেন। কেদারনাথ সারার অত্যন্ত পছন্দের জায়গা, সুযোগ পেলেই তিনি সেখানে যান।

এরপর ডিসেম্বর মাসে তাদের সোশ্যাল মিডিয়া পোস্ট এই গুঞ্জনকে আরও জোরালো করে তোলে। সারা-অর্জুনের ইনস্টাগ্রাম পোস্ট দেখে গুঞ্জন ছড়ায় যে, তারা একসঙ্গে রাজস্থানে ছুটি কাটাচ্ছেন। দু’জনেই একই স্থান থেকে নিজেদের ছবি শেয়ার করেছিলেন।

তবে এই বিষয়ে দু’জনের কেউই এখনও তাদের ডেটিংয়ের গুঞ্জন নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। কিন্তু নেটিজেনরা মনে করছেন যে, সারা এবং অর্জুন একটি গোপন সম্পর্কে রয়েছেন। সকলেই এখন তাদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

প্রসঙ্গত, অর্জুন প্রতাপ বাজওয়া একজন সুপরিচিত মডেল। তিনি পাঞ্জাবের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাম্প্রতিক সহ-সভাপতি ফতেহ জং সিং বাজওয়ার ছেলে। অর্জুন একজন মিক্সড মার্শাল আর্টস (এমএমএ) যোদ্ধাও। মডেলিংয়ের পাশাপাশি তিনি বলিউডেও কাজ করেছেন।

এসএন /সীমা


সম্পর্কিত বিষয়:


আপনার মূল্যবান মতামত দিন:




রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : [email protected]; [email protected]
সম্পাদক : লিটন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top